Bangladehs: কর্মসংস্থানের ব্যবস্থা না করলে ইউনূস সরকারের উপর মানুষের ক্ষোভ ক্রমশ বাড়বে:রবীন্দ্রনাথ
ABP Ananda Live: 'বাংলাদেশ সরকার যদি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না করে, যদি দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে শুধু যুদ্ধজিগির কিংবা ভারত বিদ্বেষ দিয়ে তার মোকাবিলা করা যাবে না। ইউনূস সরকারের উপর ক্ষোভ ক্রমশ বাড়বে'। এমনই বক্তব্য অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর।
খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহামস্ রোডের উপরে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। একটি বহুতলের পিছনের ভ্যাটে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মাথা। প্লাস্টিকে মোড়া সেই মাথা দেখতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে এসে মাথা উদ্ধার করে। সূত্রের খবর, ক্ষত তাজা ছিল। ১২ ঘণ্টার মধ্যে সম্ভবত যুবতীতে খুন করা হয়। তাজা রক্তের দাগ রয়েছে।
শহরে এমন নৃশংস খুনের ঘটনা জানাজানি হতেই ছুটে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররাও। রাস্তার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক নমূনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান আততায়ী অন্য জায়গায় খুন করে কাটা মাথা এখানে ফেলে। দেহাংশ অন্য জায়গায় ফেলে।ঘটনাস্থলের সামনে মন্দির সেখানে ২ টি সিসিটিভি ক্যামেরা তার হার্ডডিক্স নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর থেকে বোঝা যাবে আততায়ী কোন দিকে গেছে।