Sports Highlights: প্রথমবার উদ্বোধনী ম্যাচে হারল আয়োজক দেশ, সূর্যর দাপটে ভারতের জয়, খেলার দুনিয়ার হাইলাইটস
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: শুরু হল ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচেই হার আয়োজক দেশ কাতারের। সূর্যকুমার যাদবের সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত। আইএসএলে এটিকে মোহনবাগানের পরাজয়। খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
শুরুতেই ধাক্কা
মাঠে হাজির হাজার ষাটেক দর্শকের সিংহভাগই তখন হতাশায় মুখ ঢেকেছে। গ্যালারিতে শুধু ইকুয়েডরের সামান্য কিছু সমর্থকের উচ্ছ্বাস।
ম্যাচ শুরু হয়েছে আড়াই মিনিটও হয়নি। কিক অফের ২ মিনিট ৪২ সেকেন্ডের মাথায় গোল ইকুয়েডরের। কাতার শিবিরে অন্ধকার নামিয়ে। রেফারি দৌড়লেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তির সাহায্য নিতে। ভার-এর সাহায্যে দেখা গেল, গোলটি অফসাইড। বাতিল করলেন রেফারি। ফের গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাস। ঘরের দলের জন্য গর্জন আরও যেন জোরাল হল।
যদিও সেই ছবি স্থায়ী হয়নি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় ফের ধাক্কা কাতারকে। এবার সেন্টার লাইন থেকে এস্ত্রাদার উদ্দেশে বল বাড়ালেন কাইসেডো। সেই বল গেল ভ্যালেন্সিয়ার উদ্দেশে। বিদ্যুতের গতিতে বক্সে ঢুকছিলেন ভ্যালেন্সিয়া। সামনে তখন শুধু গোলকিপার। তিনি ফাউল করলেন। পেনাল্টি দিলেন রেফারি। গোল করে দলকে ১-০ এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া।
প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ইকুয়েডর। সেই ব্যবধান আর কমাতে পারেনি কাতার। এদিন একটি লজ্জার রেকর্ডও গড়ে ফেলল কাতার। এই প্রথম বিশ্বকাপের কোনও আয়োজক দেশ উদ্বোধনী ম্যাচে হেরে গেল।
সূর্যের দাপট
সূর্যকুমার যাদবের ইনিংসটিই হয়ত মনোবল নষ্ট করে দিয়েছিল কিউয়ি শিবিরের। যার প্রতিফলন পড়ল তাদের ব্যাটিংয়েও। বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল হার্দিক পাণ্ড্যর ভারতীয় দল। পাহাড়প্রমাণ ১৯২ রান তাড়া করতে নেমে ১২৬ রানে শেষ হয়ে গেল নিউজিল্য়ান্ডের ইনিংস। ৬৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
মোহনবাগানের হার
টানা চারটি ম্যাচে অপরাজিত থাকার পরে হোঁচট খেল এটিকে মোহনবাগান (ATK MB)। রবিবার এফসি গোয়ার (FC Goa) কাছে কার্যত নাস্তনাবুদ হয়ে হার মানতে হল তাদের। গোয়ার ফতোরদায় তাদের ঘরের মাঠে এদিন ৩-০-য় জেতে এফসি গোয়া। আইএসএলে এই প্রথম সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে জয় পেল তারা। এই জয়ের ফলে এফসি গোয়া উঠে এল লিগ টেবলের তিন নম্বরে ও এটিকে মোহনবাগানকে নেমে যেতে হল ছয়ে।
জমকালো উদ্বোধন
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) ঢাকে কাঠি পড়ে গেল। গোটা বিশ্বকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিল আয়োজক দেশ। এই প্রথম মধ্য প্রাচ্যের কোনও দেশে ফুটবল গ্রহের সেরা উৎসব আয়োজিত হয়েছে। সেই অনুষ্ঠানের বোধন পর্বকে স্মরণীয় করে রাখল কাতার।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিখ্যাত মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান (Morgan Freeman)। সেই সঙ্গে আসর মাতালেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গায়ক জং কুক।
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কাতারের আল খোরে এল বেইত স্টেডিয়ামে চোখধাঁধানো উপস্থিতি ছিল অফিশিয়াল ম্যাসকট লাইবের। শূন্যে উড়ে এসে মাঠে প্রবেশ করে সে। কাতারের শাসক (Emir) শেখ তামিম বিন হামাদ আল থানি সকলকে স্বাগত জানিয়ে ভাষণ দেন। তিনি জানান, গোটা বিশ্ব উপভোগ করবে এবারের টুর্নামেন্ট।
অঘটনের বিশ্বকাপ?
কাতারের বিশ্বকাপ হবে অঘটনের টুর্নামেন্ট। যে কেউ নন, এমন পূর্বাভাস করেছেন জার্মান কিংবদন্তি য়ুর্গেন ক্লিন্সম্যান (German legend Jurgen Klinsmann)। তাঁর মতে, আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করা দেশও বহুদূর যেতে পারে।
এই প্রথম প্রথামাফিক জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে নভেম্বরে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইকুয়েডর মুখোমুখি হয়েছে আয়োজক দেশ কাতারের।
এরই মাঝে দোহায় সাংবাদিকদের ক্লিন্সম্যান বলেছেন, 'আমার মনে হয় এটা অঘটনের বিশ্বকাপ হবে। কারণ, আফ্রিকাস এশিয়ার কোনও দল যারা আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করছে, তারা সাহস দেখাতে পারলে টুর্নামেন্টে অনেক দূর যাবে। এই টুর্নামেন্ট শুধু নিজেদের রক্ষণ জমাট করে আগলে যাওয়ার টুর্নামেন্ট হবে না। এই টুর্নামেন্ট সাহসী হওয়ার আর এগিয়ে যাওয়ার মঞ্চ হবে।'
আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্য, শতরান করে ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে