Sports Highlights: যুব বিশ্বকাপে জয় ভারতের, রঞ্জিতে পোড়েলের সেঞ্চুরি, দেখুন খেলার জগতে দিনের সেরা খবরগুলো
Todays Sports Highlights: দেখে নিন দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। রঞ্জিতে বাংলার জার্সিতে শতরান অভিষেক পোড়েল। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই তৃতীয় বিয়ে সারলেন শোয়েব মালিক। দেখে নিন খেলার জগতে দিনের সেরা খবরগুলো-
যুব বিশ্বকাপে ভারতের জয়
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 Cricket World Cup 2024) নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্য়াচেই ৮৪ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে আদর্শ, উদয়ের অর্ধশতরানের পর বল হাতে একাই ৪ উইকেট তুলে নিলেন সাউমি পাণ্ডে। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে ২৫১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল।
তৃতীয় বিয়ে সারলেন শোয়েব
বহুদিন থেকেই শোনা যাচ্ছিল, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। দুজনের দূরত্ব নিয়েও কথা হচ্ছিল সর্বস্তরে। ইদানীং সানিয়াকে দেখা যাচ্ছিল হায়দরাবাদে। অন্যদিকে বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তবে সব জল্পনার অবসান ঘটল শনিবার সকালে। শোয়েব নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের খবর দিলেন। নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কার সঙ্গে বিয়ে সারলেন শোয়েব? সানা জাভেদের সঙ্গে। সানা একজন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, সানার সঙ্গে ডেট করছেন শোয়েব। তাঁদের বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে গত বছর সানার জন্মদিনে শোয়েব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর। শোয়েব লিখেছিলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা বন্ধু।' সেই সঙ্গে দুজনের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পাক অলরাউন্ডার।
ইডেনে বাংলার লড়াই
শুক্রবার প্রথম দিন খেলা হয়েছিল ৭৩ ওভার। শনিবার সারাদিনে খেলা হল ৫৫ ওভার! আর তাতে উঠল ১৭৫ রান। সব মিলিয়ে দু'দিন ব্যাট করে বাংলার স্কোর ১২৮ ওভারে ৩৮১/৮। শুক্রবার অনুষ্টুপ মজুমদার ৫৫ ও অভিষেক পোড়েল ৪৭ রান করে অপরাজিত ছিলেন। অনুষ্টুপ শেষ পর্যন্ত ৭১ রান করে ফেরেন। আর অভিষেক করলেন ২১৯ বলে ১১৪ রান। ঘরোয়া ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। ঘটনাচক্রে, দুজনই হুগলির ক্রিকেটার। অনুষ্টুপের বয়স ৩৯। অভিষেক ২১। অনেকে বলেন, কাকা-ভাইপো। আর সেই জুটিতে পঞ্চম উইকেটে ২০০ বলে উঠল ১২০ রান। দিনের শেষে কর্ণ লাল ২৪ ও সূরয সিন্ধু জয়সওয়াল ৩৩ রানে ক্রিজে।
আইপিএলের টাইটেল স্পনসর টাটা
আইপিএলের টাইটেল স্পনসর থেকে গেল টাটা গোষ্ঠীই। পাঁচ বছরের জন্য চুক্তি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। ভারতীয় সংস্থা ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে নিল নতুন চুক্তি করে। এবং নতুন এই চুক্তি হল রেকর্ড অর্থে। পাঁচ বছরের জন্য ২৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা গোষ্ঠী।আইপিএলের ইতিহাসে এত বড় অর্থের বিনিময়ে কোনও সংস্থা টাইটেল স্পনসর হয়নি এর আগে। সেদিক থেকে নতুন মাইলফলক তৈরি হল।