এক্সপ্লোর

Sports Highlights: বাংলাদেশকে ২-০ সিরিজ হারাল ভারত, দীপার কেরিয়ার শেষ? খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: মীরপুরে দ্বিতীয় টেস্টে জয়ী ভারত। ২-০ সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া। দীপা কর্মকারের কেরিয়ার নিয়ে ধোঁয়াশা। খেলার দুনিয়ার সারাদিন কী ঘটল।

জয়ী ভারত

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test) ম্য়াচ জিততে চতুর্থ দিনে ভারতীয় দলকে ১০০ রান করতে হত, হাতে ছিল ছয় উইকেট। বাংলাদেশি স্পিনার, বিশেষত মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) দাপটে একসময় পরাজয়ের আশঙ্কা তৈরি হলেও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রতিআক্রমণাত্মক পার্টনারশিপে ভর করে তিন উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল। প্রথম টেস্ট ম্যাচেও ভারতই জয় পেয়েছিল। এই টেস্ট ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করল টিম ইন্ডিয়া।

অসুস্থ পেলে

মাঠে প্রতিপক্ষের রক্ষণভেদ করে গোল করায় তাঁর জুড়ি মেলা ভার। তবে লড়াইটা এখন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ব্রাজিল কিংবদন্তি পেলের (Pele) বর্তমান লড়াইটা ক্যান্সারের বিরুদ্ধে। গত নভেম্বর মাস থেকেই ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি তিন বারের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান। উদ্বেগ ছিলই, সেই মতোই পেলেকে এ বছরের বড়দিনটাও হাসপাতালেই কাটাতে হচ্ছে। বড়দিনের প্রাক্কালে বাবাকে জড়িয়ে এক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন পেলেকন্যা।

আক্রান্ত তিতে

ছয় বছর ধরে ব্রাজিলের জাতীয় দলের (Brazil Football Team) কোচ থাকার পর সদ্যই কাতার বিশ্বকাপের পরে সেলেসাওয়ের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে (Tite)। সেই তিতেই নিজের শহর রিও দে জেনেইরোতেই আক্রান্ত হলেন। ছিনতাইবাজদের কবলে পড়লেন। 

খবর অনুযায়ী, রিও রাস্তায় রোজের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময়ই ছিনতাইবাজদের কবলে পড়েন। ছিনতাইবাজরা জোর করে তাঁর একটি চেন সঙ্গে নিয়ে যানই, পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপে পরাজয়ের জন্য তাঁকে কটূকথাও বলতে পিছপা হননি তাঁরা। প্রসঙ্গত, বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবে টুর্নামেন্ট শুরু করলেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় নেমারদের। বিশ্বকাপ ওঠে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার হাতে। তবে বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, তিতের অধীনে ব্রাজিল ২০১৮ সালের কোপা আমেরিকা জেতে এবং গত বছরের কোপায় রানার্স আপ হয়। তবে কোপার সাফল্য সত্ত্বেও ২০১৮ ও ২০২২, উভয় বিশ্বকাপেই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়।

নেই রোহিত, বাদ রাহুল!

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চোট পান। সেই চোটের কারণেই গোটা টেস্ট সিরিজেই খেলতে পারেননি তিনি। খবর অনুযায়ী, তাঁর চোট এখনও সারেনি। সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তিনি সম্ভবত খেলতে পারবেন না। তবে রাহুলের বিষয়টা ভিন্ন। ভারতীয় সহ-অধিনায়ক চোট নয়, বরং খারাপ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। রাহুল বিগত ১৬টি টি-টোয়েন্টি ইনিংসে ছয়টি অর্ধশতরান করেছেন বটে। তবে বাকি ১০টি ইনিংসের সাতটিতেই এক অঙ্কের রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে।

ওই সাতটি এক অঙ্কের রানের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই এসেছে। তাই বিশ্বকাপের পরপরই রাহুলকে দল থেকে বাদ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। বাংলাদেশ সফরেও তিনি তেমন রান পাননি। এর জেরেই রাহুলকে সম্ভবত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে হচ্ছে। গোটা বিষয়টির ব্যাপারে অবগত এক সূত্র জানিয়েছেন, 'বর্তমান পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে না রোহিতের শট (টি-টোয়েন্টি সিরিজের আগে) সারবে। সেক্ষেত্রে সম্ভবত হার্দিক (পাণ্ড্য) দলকে নেতৃত্ব দেবেন। কেএল রাহুলের ক্ষেত্রে মনে হচ্ছে ও সম্ভবত টি-টোয়েন্টিতে আর সুযোগ না ও পেতে পারে।'

শামিকে ট্রোলিং

বড়দিনে উৎসবের আমেজ গোটা বিশ্বে। পিছিয়ে নেই খেলার দুনিয়াও। বড়দিনের আনন্দে মাতোয়ারা ক্রিকেটার থেকে ফুটবলার, সকলেই। সমস্ত তারকাই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। 

তবে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেন ভারতীয় দলের ক্রিকেটার। কারণ, তিনি মুসলিম। অন্য ধর্মের উৎসব জেনেও কেন তিনি উদযাপন করছেন, এই প্রশ্ন তুলে কটাক্ষ করা হল মহম্মদ শামিকে (Mohammed Shami)।

রবিবার শামি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ক্রিসমাস ট্রি-র সামনে বসে রয়েছেন ভারতীয় পেসার। শামি লিখেছেন, 'বড়দিনে সকলের শান্তিতে কাটুক, আনন্দে কাটুক, ভালবাসায় কাটুক'। আর এই পোস্টের পরই ট্রোলিংয়ের শিকার হন জাতীয় দলের পেসার।                                                                             

একজন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, মুসলিম হয়েও কেন তিনি বড়দিন পালন করছেন। আর একজন এক ধাপ এগিয়ে লেখেন, লজ্জা করছে না! একজন কমেন্ট করেন, এই পোস্ট না করলেই ভাল হতো।         

দীপা নির্বাসিত?

তিনি বেশ কিছুদিন জিমন্যাস্টিক্স দুনিয়ার বাইরে। তাঁকে নিয়ে নানারকম ধোঁয়াশাও রয়েছে। কেউ বলছেন, চোট রয়েছে দীপা কর্মকারের (Dipa Karmakar)। কেউ বলছেন, 'প্রোদুনোভা ভল্ট' খ্যাত জিমন্যাস্টের ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। যে কারণে কোনও প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না তাঁকে।

তবে সূত্রের খবর, ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য দু'বছরের জন্য দীপা কর্মকারকে নির্বাসিত করা হয়েছে। জানা গিয়েছে, কোচ বিশ্বেশ্বর নন্দীর ভুলেই নাকি দীপাকে নির্বাসনের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) কর্তারা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Advertisement
ABP Premium

ভিডিও

Subodh Singh: সুবোধের শাগরেদ রওশনকে আনা হল বাংলায়। ABP Ananda LiveArjun Singh: চাপে পড়ে জয়ন্তকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছে তৃণমূল: অর্জুন সিংহ। ABP Ananda LiveSubodh Singh: ফোনে সুবোধের শাগরেদ রওশন ব্যারাকপুরের ব্যবসায়ীকে কী হুমকি দিয়েছিলেন? ABP Ananda LiveNEET Scam: NEET প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ফের পথে SFI,  কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Embed widget