এক্সপ্লোর

Sports Highlights: ভারতের প্র্যাক্টিসে হাজির ধোনি, বাণীবন্দনায় সামিল ২ বাংলা, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: রাঁচিতে ভারতের প্র্যাক্টিসের ফাঁকে হাজির ক্রিকেটের কিংবদন্তি। সরস্বতী আরাধনায় সৌরভ-ডোনা। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।

আত্মবিশ্বাসী অধিনায়ক

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) নাস্তনাবুদ করে জেতার পর শুক্রবার থেকে টি-টোয়েন্টিতে কিউয়িদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। যে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। সিরিজ শুরুর আগে যাঁর গলায় আত্মবিশ্বাস।

সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। তিনি নিজে বলছেন, 'নতুন বলে বোলিং আমি সব সময় পছন্দ করি। নেটে আমি যখনই বল করি, নতুন বলেই করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরনো বলে বোলিং রপ্ত করেছি। তাই পুরনো বলের চেয়ে নতুন বলে প্র্যাক্টিসে বেশি জোর দিই। আমি দলের প্রয়োজনে বোলিং করতে চাই।'

চাপে বাংলা

দ্বিতীয় দিন খেলা যখন শেষ হয়েছিল, বাংলার স্কোর ছিল ৩৯/২। ওড়িশার ২৬৫ রান তাড়া করতে নেমে কিছুটা চাপে ছিল বাংলা (Bengal vs Odisha)।                        

কিন্তু কেউ ভাবতেও পারেননি যে, ইডেনে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের এরকম নাটকীয় পট পরিবর্তন হয়ে যাবে। এবং পরের ৬১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসবে বাংলা। অল আউট হয়ে যাবে মাত্র ১০০ রানে।             

ঘরের মাঠে বাংলাকে আরও লজ্জা উপহার দিল ওড়িশা। কারণ, ১৬৫ রানের লিড নিয়ে মনোজ তিওয়ারিদের ফলো অন করায় ওড়িশা। এবং দ্বিতীয় ইনিংসেও শুরুতেই কর্ণ লালকে হারিয়ে প্রবল চাপে পড়ে যায় বাংলা। তবু কিছুটা মুখরক্ষা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারির ব্যাটে। দ্বিতীয় ইনিংসে বাংলাকে টানছেন দুজনে। ৯৪ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু। মনোজ ৫০ রান করে ক্রিজে। ৫০ রান করে আউট হয়েছেন সুদীপ ঘরামি। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ২২০/৩। ওড়িশার চেয়ে ৫৫ রানে এগিয়ে বাংলা। কাল, শুক্রবার ম্যাচের শেষ দিন নাটকীয় সমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে?     

হকিতে বিরাট জয়

প্রজাতন্ত্র দিবসের দিন অবশেষে ভারতীয় হকিপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি। জাপানকে ৮-০ গোলে চূর্ণ করে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত (Ind vs Jap)।

প্রজাতন্ত্র দিবসে রৌরকেল্লার মাঠে প্রথমার্ধ দেখে কেউ কল্পনাও করেননি যে, এত বড় ব্যবধানে ম্যাচ জিতবে ভারত। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত যে ঝড় তুলল, তাতে জাপান আর ঘুরে দাঁড়াতে পারল না। একের পর এক গোল করে গেলেন ভারতীয়রা। সেই ম্যাচ জিতে হকি বিশ্বকাপে নবম স্থান শেষ করল টিম ইন্ডিয়া (Men's Hockey World Cup 2023)।

তারকা অতিথি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।

যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা।

হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোউ উদ্বেলিত হয় ধোনিকে দেখে।

দাদার পুজো

শহরে থাকলে প্রায় ৩০ বছর ধরে এই দিনটিতে এই একই রুটিন চলে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) বাড়ির সরস্বতী পুজো (Saraswati Puja 2023) প্রায় তিরিশ বছর ধরে চলে আসছে। কলকাতায় থাকলে এই দিনে সকাল সকাল হাজির হয়ে যান সৌরভ (Dada)। পুষ্পাঞ্জলি দেন। পরিবারের সকলের সঙ্গে ভোগ খান।

এ বছরও তার ব্যতিক্রম হল না। ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় হাজির সৌরভ। অঞ্জলি দিলেন। বাগদেবীর আরাধনা জমজমাট জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে ঘিরেই। পুজোতে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের শিক্ষার্থী, তাঁদের পরিবার ও অন্যান্যরা। ডোনা বলেন, 'বহুদিন ধরে পুজো করে আসছি। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর ব্যাপ্তিও বেড়েছে। তবে কোভিড পরবর্তী সময়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও, করোনা তো নিশ্চিহ্ন হয়ে যায়নি।'

এ বছর সরস্বতী পুজো পড়েছে প্রজাতন্ত্র দিবসের দিন। স্বভাবতই ছুটির মেজাজ। সৌরভ সকালেই হাজির হয়ে যান ডোনার বাড়িতে। সেখানে সকলের সঙ্গে অঞ্জলি দেন। পরে সৌরভ বলেন, 'এটা সানার পুজো। ওর জন্যই এত আয়োজন হয়ে আসছে প্রত্যেক বছর। খুব আনন্দ করে। কিন্তু এ বছর ও নেই। পড়াশোনার জন্য বিদেশে থাকতে হচ্ছে।' সরস্বতীর কাছে কী প্রার্থনা করলেন? সৌরভ হেসে বলছেন, 'কী আর চাইব!'

ওপার বাংলার উৎসব

সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) মাতোয়ারা ওপার বাংলাও। বাংলাদেশের তারকারাও বসন্ত পঞ্চমীর রংয়ে নিজেদের রাঙালেন।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das) বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে। পোশাকে সাবেকিয়ানা। বসন্ত পঞ্চমীতে বাসন্তী রংয়ের ছোঁয়া দুজনের পোশাকে।

লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা পরেছেন হলুদ শাড়ি। খোলা চুল। কানে দুল। সাদামাটা সাজেও আকর্ষণীয় লাগছে। লিটন স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে পরেছেন পাঞ্জাবি। যদিও পাঞ্জাবির মূল রঙ বাদামি। তার ওপর বাসন্তী রংয়ের কাজ। দুজনে ছবির জন্য পোজ দিয়েছেন বাগদেবীর সামনে। লিটন ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা'।

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: হামলার ২ দিন পার, এখনও অধরা বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরMamata Banerjee Live: 'আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই' , বললেন মুখ্যমন্ত্রীBangladesh: একজন ব্যবসায়ী,নিজের টাকায় ব্যবসা করছে,শুধুমাত্র হিন্দু বলে আঘাত করা পাচ্ছে:রাধারমণ দাসMamata Banerjee: '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
India vs Australia Live: দাঁতে দাঁত চেপে লড়াই আকাশ-বুমরার, ফলো অন বাঁচাল ভারত, ম্যাচের লাইভ আপডেট
দাঁতে দাঁত চেপে লড়াই আকাশ-বুমরার, ফলো অন বাঁচাল ভারত, ম্যাচের লাইভ আপডেট
RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
Stock Market Crash : বড় ধস বাজারে !  সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টের বেশি, নিফটি ২৪,৪০০ পয়েন্টে নীচে, কী কারণ ?
বড় ধস বাজারে ! সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টের বেশি, নিফটি ২৪,৪০০ পয়েন্টে নীচে, কী কারণ ?
Embed widget