এক্সপ্লোর

Sports Highlights: সিনেমায় নামছেন সৌরভ? বিরাট-উপহার, ঘরের মাঠে খেলবে এটিকে মোহনবাগান, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্টার ঘিরে চাঞ্চল্য। হ্যারিস রউফকে উপহার দিলেন বিরাট কোহলি। এএফসি কাপে মোহনবাগানের ম্যাচ যুবভারতীতে। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।

সৌরভ কি সিনেমায়? 

সিনেমায় নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)!

সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে সৌরভকে দেখা যাচ্ছে নীল পাঞ্জাবি পরে। পিছনে দেখা যাচ্ছে রাতের কলকাতার ঘিঞ্জি রাস্তা। পোস্টারে জ্বলজ্বল করছে লেখা, 'মেগা ব্লকবাস্টার'। পোস্টারে লেখা, শ্রেষ্ঠাংশে সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে এ-ও লেখা যে, ৪ সেপ্টেম্বর ট্রেলার প্রকাশ করা হবে।

সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সৌরভ ভক্তরা অনেকেই উৎসাহী হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কমেন্টে। সকলেরই এক প্রশ্ন। সিনেমায় নামছেন দাদা? নামলে কার সিনেমা? বিপরীতে কে?

এমনিতেই সৌরভের বায়োপিক হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলছে চিত্রনাট্য তৈরির কাজ। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চলছে। তারই মাঝে সৌরভের এই পোস্টার নিয়ে হইচই পড়ে যায়।

এবিপি লাইভের তরফে এ নিয়ে যোগাযোগ করা হয় সৌরভের সঙ্গে। তাঁর দফতর থেকে এবিপি লাইভকে ইঙ্গিত দেওয়া হয়, পুরোটাই সম্ভবত বিজ্ঞাপনী চমক। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবিপি লাইভকে বলেন, 'এটা বাণিজ্যিক প্রচার। দাদা কোনও সিনেমায় অভিনয় করছেন না। বাকিটার জন্য ৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।'

কোহলির উপহার

মাঠে তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে সেই রেষারেষির রেশ নেই। বরং সেখানে ভারত ও পাকিস্তান (Ind vs Pak), দুই দেশের ক্রিকেটারেরাই যেন পরম বন্ধু। একে অপরের সঙ্গে আড্ডা মারেন। করেন খুনসুটিও।

রবিবারও যে ছবি অপরিবর্তিত ছিল। এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ও হ্যারিস রউফকে (Haris Rauf) মাঠের বাউন্ডারি লাইনের ধারে আলাদা করে কথা বলতে দেখা গেল। বিরাটের কাছে জার্সির আবদার করেন পাকিস্তানের পেসার। বিরাট সঙ্গে সঙ্গেই তাঁর ম্যাচের জার্সিটি উপহার দেন ডানহাতি পাক পেসারকে। ১৮ নম্বর জার্সিতে বিরাটের নামের নীচে অটোগ্রাফও করে দেন কোহলি। হ্যারিসকে দেখা যায় কোহলিকে ধন্যবাদ জানাতে।

পরে সেই ভিডিও শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ম্যাচ হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এই মহূর্তগুলি উজ্জ্বল থেকে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের শেষে স্বাক্ষরিত জার্সি হ্যারিস রউফের হরাতে তুলে দিলেন বিরাট কোহলি'।

নিয়মের বলি!

এশিয়া কাপে (Asia Cup) ভারতের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের (Ind vs Pak) পরাজয়ের পর আইসিসি-র (ICC) নতুন নিয়ম নিয়ে হাহুতাশ করছেন ওয়াসিম আক্রমরা (Wasim Akram)। মনে করা হচ্ছে, এই একটি নিয়মের জন্যই ভুগতে হল বাবর আজমদের (Babar Azam)।

পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে ভারত তখন বেশ চাপে। শেষ তিন ওভারে ৩২ রান বাকি। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। হঠাৎ দেখা গেল, বেশ উদ্বিগ্ন মুখে বাউন্ডারি লাইন থেকে একজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে ডেকে নিলেন বাবর। তারপরই যেন বদলে গেল ম্যাচের রং। ১৮ ও ১৯তম ওভারে উঠল ২৫ রান। তার মধ্যে ১৯তম ওভারে ওঠে ১৪ রান। হ্যারিস রউফকে তিনটি বাউন্ডারি মেরে খেলার মোড় ঘুরিয়ে দেন হার্দিক।

ভারত ম্য়াচ জেতার পরই ওয়াসিম আক্রম বলে দেন, শেষ তিন ওভারে স্লো ওবার রেটের জন্য আইসিসি-র নতুন ফিল্ডিং বিধিনিষেধের ফল ভোগ করতে হল পাকিস্তানকে।

দায়িত্বে সৌরাশিস

দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য বড় দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। বাংলা সিনিয়র দলের সহকারী কোচ এবার দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের কোচ হলেন।

৮ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি দিয়েই শুরু হচ্ছে এবারের ঘরোয়া ক্রিকেটের মরসুম। পূর্বাঞ্চলের কোচ হওয়ার পর সৌরাশিস বলেছেন, 'দীর্ঘদিন পূর্বাঞ্চলের হয়ে খেলেছি আর তারপর যখন সেই দলকে কোচিং করানোর সুযোগ পেয়েছি, আলাদা অনুভূতি তো হবেই। এরকম স্বীকৃতি পেলে ভাল লাগে, বিশেষ করে আমার সংক্ষিপ্ত কোচিং কেরিয়ারে। আমি সিএবি এবং যাঁরা আমাকে যোগ্য ভেবেছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই।'

সৌরাশিস যোগ করেছেন, 'আমাদের দলে দারুণ ভারসাম্য। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই পুরনো ফর্ম্যাটে এবারের দলীপ ট্রফি আয়োজন করছে বলে।' বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন সাতজন। অধিনায়ক মনোজ তিওয়ারিও বাংলার। সৌরাশিস বলেছেন, 'বাংলার সকলকেই ভালমতো চিনি। বাকিদেরও প্র্যাক্টিসে দেখে নেব। সব দলই একইরকম পরিস্থিতিতে মাঠে নামবে।'

বাগানের পরীক্ষা

ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে জিতলেও নক আউট পর্ব এখনও নিশ্চিত হয়নি এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan)। এখনও একটি ম্যাচ বাকি। তবে এর মধ্যেই জানা গেল, আগামী সপ্তাহে এএফসি কাপ সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী কারা হতে চলেছে। 

আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনেই এটিকে মোহনবাগান এশীয় মঞ্চে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে নামবে মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি-র বিরুদ্ধে। চলতি এশিয়া কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের যে ক্রীড়াসূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), তাতে এটাই স্পষ্ট। কলকাতার ক্লাবের সমর্থকেরা আগেই জেনে গিয়েছেন যে, ম্যাচটি কলকাতায় হবে। এ বার প্রতিপক্ষের নামও জানা গেল।

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
'৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
Sunita Williams: প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
Sukanya Samriddhi Yojana :  মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে কি তা নিয়েও আলোচনাBaguihati News: বাড়ি ফাঁকা থাকার সুযোগে রড দিয়ে তালা ভেঙে লুঠপাট ! | ABP Ananda LIVEAbhishek Banerjee: যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় তৃণমূলের ব্লক ও জেলা সভাপতি বদল, নির্দেশ অভিষেকের | ABP Ananda LIVETapas Roy: 'অভিষেক চৌরঙ্গি-জোড়াসাঁকো নিয়ে বলছে, ভবানীপুর নিয়ে কেন বলছে না', মন্তব্য তাপস রায়ের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
'৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের
Sunita Williams: প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
প্রহর গোনা শুরু, ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশের উদ্দেশে রওনা দিল Crew-10
Sukanya Samriddhi Yojana :  মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না ! এই স্কিম দেবে ৭০ লাখ টাকা
Khardaha News: 'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !
'খড়দায় TMCP কর্মী খুনের সঙ্গে তৃণমূল যোগ নেই..', বিস্ফোরক সৌগত !
Kalyan Banerjee on Suvendu Adhikari: 'MLA হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন', শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
'MLA হিসাবে ওঁর মেয়াদ আর এক বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন', শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণের
Maharashtra News : বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে, চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক ; ভয়ঙ্কর দুর্ঘটনা ! দেখুন ভিডিও
বন্ধ লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়ে, চলন্ত ট্রেনের সামনে পড়ে ২ টুকরো ট্রাক ; ভয়ঙ্কর দুর্ঘটনা ! দেখুন ভিডিও
T20 Cricket Record: আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
Embed widget