Sports Highlights: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক
Today Sports Highlights: সিএসকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। একঝলকে আজকের আইপিএলের সেরা খবরগুলো -
আজ আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। অন্যদিকে সিএসকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। একঝলকে আজকের আইপিএলের সেরা খবরগুলো -
রূদ্ধশ্বাস জয় মুম্বইয়ের
ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটাই সত্যি হয়ে গেল ওয়াংখেড়েতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় ম্যাচ হাতের থেকে বেরিয়ে গেছে, এমন জায়গা থেকেই ১৪ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক হয়ে গেলেন টিম ডেভিড। রোহিত শর্মার জন্মদিন তাঁকে জয় উপহার দিতে চেয়েছিল মুম্বই শিবির। আর ঠিক সেটাই করলেন তাঁরা। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল মুম্বই।
জয়সওয়ালের সেঞ্চুরি
১৮ রানে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিরে গেলেও মারমুখি মেজাজেই গোটা ইনিংসে ব্যাট করে গেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী জয়সওয়াল। ইনিংসের শুরুতে নেমেছিলেন। আর ইনিংসের শেষ ওভারে আউট হলেন। ৬২ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান জয়সওয়াল। বাকি আর কেউই সেভাবে রান পাননি। তবে বাঁহাতি যশস্বীর ইনিংসই দুশোর গণ্ডি পার করে দিতে সাহায্য করে রাজস্থানের।
সিকেকে হারাল পাঞ্জাব
এই ম্যাচ চেন্নাই হারবে, তা হয়ত শেষ বলের আগে পর্যন্তও কেউ বিশ্বাস করতে পারছিলেন না। নইলে তিন রান দরকার, এমন পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ঠিক ৩ রানই নিয়ে দলকে দুরন্ত জয় এনে দিলেন পাঞ্জাব কিংসের সিকান্দার রাজা। ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।
কেকেআরকে হারিয়ে খোঁচা গিলের
তবে ম্য়াচের পর সোশ্য়াল মিডিয়া গিল একটি পোস্ট করেছেন। যে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। নিজের প্রাক্তন দল কেকেআরকে নিয়েই ট্রোল করে একটি পোস্ট করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য সেই পোস্টে কমেন্টও করেছেন।
জন্মদিনে রোহিতকে অভিনব শুভেচ্ছা
গোটা দেশ, গোটা বিশ্বজুড়েই রোহিত শর্মার অসংখ্য অনুরাগী রয়েছেন। প্রিয় ক্রিকেটারদের জন্মদিন উদযাপন করতে অনুরাগীরা নানান পন্থা অবলম্বন করে থাকেন। রোহিতের অনুরাগীর তাঁর জন্মদিনে ৬০ ফুটের একটা কাট আউট প্রকাশ্যে আনেন। হায়দরাবাদের দিকে চলচ্চিত্র জগতের তারকাদের এমন কাট আউট দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এর আগে কোনও ক্রিকেটারের জন্মদিনে এমন উদ্যোগ আদৌ কেউ নিয়েছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়াতেও রোহিতের এই বিরাট কাট আউটের ছবি শেয়ার করা হয়।
ম্যাচের মাঝেই ঝামেলা
গতকাল ক্যাপিটালস-সানরাইজার্স ম্যাচে সমর্থকদের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্যালারিভর্তি সমর্থকদের মাঝেই দুই গোষ্ঠীর মধ্যে প্রবল হাতাহাতি হয়। শেষমেশ মাঠে উপস্থিত নিরাপত্তাকর্মীদের তৎপরতায় এই দুই গোষ্ঠীর লড়াই থামানো সম্ভব হয়। তবে ম্যাচ চলাকালীন এই ঝামেলার জেরে আশেপাশে উপস্থিত সমর্থকরা যে অশ্বস্তিতে পড়ে, তা বলাই বাহুল্য। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঝামেলা শুরু হয়, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।