Sports Highlights: সুপার ফোরে ফের হার ভারতের, জাডেজার সফল অস্ত্রোপচার, খেলার দুনিয়ার সব খবরের ঝলক
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হার ভারতের। হাঁটুতে অস্ত্রোপচার হল রবীন্দ্র জাডেজার। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
কার্যত ফাইনালে শ্রীলঙ্কা
গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে।
জাডেজার অস্ত্রোপচার
হাঁটুতে চোট পেয়ে এশিয়া কাপের (Asia Cup) মাঝপর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাঁটুতে অস্ত্রোপচার করাতে হল। কবে মাঠে ফিরবেন তিনি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক যেমন প্রশ্ন রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ খেলতে পারবেন কি না। জাডেজা জানিয়েছেন, তিনি শীঘ্রই রিহ্যাবিলিটেশন শুরু করবেন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন জাডেজা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়াকার নিয়ে হাঁটছেন। জাডেজা লিখেছেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। অনেকেরই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা ও সমর্থনের জন্য ধন্যবাদ প্রাপ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড। আমার সতীর্থরা। সাপোর্ট স্টাফ ও ফিজিও, চিকিৎসক এবং অবশ্যই সমর্থকেরা। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে রিহ্যাব শুরু করব। সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ'।
আবেশের চোট
চলতি এশিয়া কাপ (Asia Cup) থেকে আগেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এবার আবারও এক বড় ধাক্কা লাগল ভারতীয় শিবিরে। রিপোর্ট অনুযায়ী, অসুস্থতার কারণে গোটা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন আবেশ খানও।
রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেননি আবেশ খান। আজ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচেও দলে নেই আবেশ। গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে একটি করে উইকেট নিয়েছিলেন আবেশ খান। তবে দুই ম্যাচে যথাক্রমে ১৯ (দুই ওভারে) ও ৫৩ রান খরচ করেছিলেন আবেশ। তাঁর পারফরম্যান্স নিয়ে বহু বিশেষজ্ঞই একাধিক প্রশ্ন তুলেছিলেন। তাই খারাপ ফর্মের জেরে দল থেকে বাদ পড়তেই পারেন আবেশ। তবে পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ভারতীয় দল তৃতীয় বিশেষজ্ঞ ফাস্ট বোলারের অভাব অনুভব করেছিল বটে।
পাশে কিংবদন্তি
একটা ক্যাচ ফেলে দেওয়ায় রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটূক্তির শিকার হয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের নেপথ্যে অনেকেই অর্শদীপের সুযোগ নষ্ট করাকে দায়ী করছেন।
তবে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় দল। তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) অর্শদীপকে সান্ত্বনা দিয়েছেন। উৎসাহও দিয়েছেন। সেই সঙ্গে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মাস্টার ব্লাস্টার।
সচিন ট্যুইটারে লিখেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিট মাঠে নিজের সেরাটা দেয়। দেশের জন্য সবসময় নিজেকে নিংড়ে দেয়। ওদের প্রয়োজন আমাদের দিক থেকে অগাধ সমর্থন। মনে রাখবেন, খেলার মাঠে কোনওদিন জিতবেন, কোনওদিন হারবেন। কিন্তু ক্রিকেট বা অন্য যে কোনও খেলাকে ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। অর্শদীপ, আরও পরিশ্রম করে যাও'।