এক্সপ্লোর

Sports Highlights: ইডেনে নতুন ভূমিকায় ম্যাক্সওয়েল, সারা-শুভমন সাক্ষাৎ? খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: বিশ্বকাপ (ODI World Cup) চূড়ান্ত পর্বে। বুধবার মুম্বইয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড (IND vs NZ)। বৃহস্পতিবার ইডেনে যুযুধান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (AUS vs SA)। ইডেনে গ্লেন ম্যাক্সওয়েলের কোচিং। মুম্বইয়ে শুভমন গিলের সঙ্গে দেখা করলেন সারা তেন্ডুলকর? খেলার দুনিয়ার সারাদিন।

ম্যাড-ম্যাক্সের ক্লাসে

বিরাট-সেঞ্চুরি রয়েছে এই মাঠেই। চলতি বিশ্বকাপে (ODI World Cup) রোহিত শর্মা, কে এল রাহুল, রাচিন রবীন্দ্রদের ব্যাটিং ঝড় রয়েছে। ক্রিকেটের ইতিহাসে একের পর এক মণিমুক্ত তৈরি হচ্ছে টুর্নামেন্ট জুড়ে।

তবু ওই একটা ইনিংসের ঘোর যেন এখনও কাটেনি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব। ৯১/৭ হয়ে যাওয়া দলকে নাটকীয়ভাবে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচে তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসকে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বলে চিহ্নিত করে দিয়েছেন।

এবার কি ম্যাড-ম্যাক্সের দেখা মিলবে ইডেন গার্ডেন্সে? লক্ষীবারে ক্রিকেটের নন্দনকাননে কি আছড়ে পড়বে চার-ছক্কার ঝড়?

সোমবার সন্ধ্যায় ইডেনে অস্ট্রেলিয়ার ঐচ্ছিক প্র্যাক্টিসের মধ্যমণি ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলই (Glenn Maxwell)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের ম্যাচের আগে হাতে এখনও দিন তিনেক সময়। তাই ঐচ্ছিক অনুশীলনে আসেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ়াম্পা, জশ হ্যাজলউডরা। অর্ধেক অজ়ি দলের প্র্যাক্টিসেও সবচেয়ে উজ্জ্বল হয়ে রইলেন ম্যাক্সওয়েলই। দেখে কে বলবে যে, এদিন ইডেনে একই সঙ্গে প্র্যাক্টিস করলেন স্টিভ স্মিথও? যাঁকে এক সময় বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম মনে করা হতো। নিরন্তর তুলনা হতো বিরাট কোহলির সঙ্গে!

আইপিএল খেলার সুবাদে ম্যাক্সওয়েল ইডেনের বাইশ গজ নিয়ে ওয়াকিবহাল। তবে চলতি বিশ্বকাপে যে ইডেনে পরে ব্য়াটিং করা দল সমস্যায় পড়ছে, দাপট দেখাচ্ছেন স্পিনাররা, সেই তথ্যও নিশ্চয়ই অজানা নয় অজ়ি অলরাউন্ডারের। আর এই মাঠে যে স্যুইপ ও রিভার্স স্যুইপ ব্যাটারদের ব্রহ্মাস্ত্র হতে পারে, সেই আপ্তবাক্য ম্যাক্সওয়েলের নোটবুকে আগেই উঠে গিয়েছে। দুই শটেই সিদ্ধহস্ত ম্যাক্সওয়েল। তবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ-তাবারেজ় শামসি সমৃদ্ধ স্পিন বোলিং আক্রমণের বিরুদ্ধে যে, সতীর্থদেরও এই শট প্রয়োগ করতে হবে, ভালই জানেন ম্যাক্সওয়েল। আর সেই কারণে তিনি সোমবার পড়লেন সতীর্থদের নিয়েও।

প্রেমেরও জোয়ারে

একজনকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সেরা তারকা। অন্যজন কিংবদন্তি-কন্যা। শুভমন গিল (Shubman Gill) ও সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনাল ম্যাচের আগে কি প্রেমপর্ব আরও মুচমুচে হয়ে উঠল দুজনের?

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন শুভমন। সোমবারই ভারতীয় দল মুম্বইয়ে পৌঁছে যায়। আর এদিন সন্ধের দিকে চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার বাড়িতে দেখা যায় সারাকে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, পরিচালকের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা নীল রংয়ের বিএমডব্লিউ গাড়ি চেপে বেরিয়ে যাচ্ছেন সারা। শোনা যায়, শুভমনের সঙ্গে দেখা করতেই বিধু বিনোদ চোপড়ার বাড়িতে এসেছিলেন সচিন-কন্যা। আর তারপর থেকেই দু'জনের প্রেম নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়।

টেলরের হুঁশিয়ারি

বিশ্বকাপের (ODI World Cup) গ্রুপ পর্ব শেষ। বাকি শুধু তিন ম্যাচ। দুই সেমিফাইনাল আর ফাইনাল। প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের সামনে নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। সেই নিউজ়িল্যান্ড, চার বছর আগে যাদের কাছে সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার কী হবে?

ভারতের কাজটা যে সহজ হবে না, হুঁশিয়ারি দিয়ে রাখছেন নিউজ়িল্যান্ডের প্রাক্তন তারকা রস টেলর। সে যতই ভারত টানা ৯ ম্যাচ জিতে শেষ চারে মাঠে নামুক না কেন। আইসিসি-র ওয়েবসাইটে টেলর বলেছেন, '২০১৯ সালেও ম্যাঞ্চেস্টারে ভারত নেমেছিল দারুণ ছন্দে থেকে। আমরা ব্যস্ত ছিলাম নেট রান রেটে পাকিস্তানকে পিছনে ফেলে সেমিফাইনালের টিকিট জোগাড় করতে। এবারও ভারত ছন্দে। আরও বেশি করে ফেভারিট। গ্রুপ পর্বে দারুণ খেলেছে। ওরা ঘরের মাঠে খেলছে।'

এরপরই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে রস টেলরের গলায়। বলেছেন, 'কিছুই হারানোর না থাকলে নিউজ়িল্যান্ড দল ভয়ঙ্কর। ভারত যদি কোনও দলের বিরুদ্ধে মাঠে নামার আগে স্নায়ুর চাপে থাকে, সেটা এই নিউজ়িল্যান্ড।'

মর্কেলের ইস্তফা

বিশ্বকাপ (ODI World Cup) যখন শুরু হয়েছিল, আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। পরপর ২ ম্যাচে জয়। বাবর আজ়মদের মনে করা হচ্ছিল কাপ জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট।

শেষ পর্যন্ত পাক ক্রিকেট দলের সঙ্গী হয়েছে হতাশা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। আর তারপরই চাকরি ছাড়লেন পাকিস্তান দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর চুক্তির মেয়াদ যদিও এখনও এক মাস বাকি ছিল।

সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। তাঁর পরিবর্তে কে দায়িত্ব নেবেন, সেই নাম শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছে পিসিবি। তবে কেন এক মাস বাকি থাকতেও দায়িত্ব ছাড়লেন মর্কেল, তা জানানো হয়নি।

ধোনির অতিথি

দেশের মাটিতে চলছে ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup)। ভারতীয় দল যে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেমিফাইনালে রোহিত শর্মাদের সামনে নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। যাদের কাছে হেরে চার বছর আগে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।

ভারতের মাটিতে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিল, সেই ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়াই। আর সেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

দেশের মাটিতে যখন বাইশ গজের বিশ্বযুদ্ধ চলছে, ধোনি তখন উৎসবের মেজাজে। রবিবার জমিয়ে দীপাবলি উদযাপন করলেন ক্যাপ্টেন কুল। রাঁচির রিং রোডের ধারে ফার্মহাউসে দীপাবলি উপলক্ষ্যে একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ধোনি ও সাক্ষী। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ধোনির বন্ধু ও ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন।

তবে দীপাবলির রাতে ধোনির বাড়িতে সবচেয়ে বড় চমক ছিল ঋষভ পন্থের (Rishabh Pant) উপস্থিতি। গত বছরের ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন। তারপর থেকে মাঠের বাইরে পন্থ। ডান হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়েছে। আপাতত ফিরে আসার লড়াই চালাচ্ছেন। কলকাতায় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিলেন পন্থ। সেই শিবির সেরে পন্থ পৌঁছে গিয়েছিলেন রাঁচিতে। ধোনি পরিবারের সঙ্গেই দীপাবলি (Diwali) উদযাপন করলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: মুর্শিদাবাদ থেকে যে ধৃত আব্বাস আলির সঙ্গে মিলল অনুমোদনহীন মাদ্রাসা-যোগ ! | ABP Ananda LIVERG Kar News: আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ ! | ABP ANANDA LIVERG Kar News: চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে ডিভিশন বেঞ্চেও হেরে গেল রাজ্য় সরকার | ABP Ananda LIVERG Kar News: সিবিআই তদন্তের বিয়াল্লিশটা জায়গা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা তিলোত্তমার পরিবার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Bank Locker Rules: আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Vinod Kambli: আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
Embed widget