এক্সপ্লোর

Sports Highlights: পাঁচশোর পাহাড়ে অশ্বিন, ইডেনে মুকেশ-সূরযের দাপট, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: রাজকোটে (Rajkot Test) জ্যাক ক্রলিকে ফেরাতেই পাঁচশো উইকেট পূর্ণ আর অশ্বিনের (R Ashwin)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে দাপট বাংলার পেসারদের। আইএসএলে শনিবার নামছে মোহনগান, ইস্টবেঙ্গলও। খেলার দুনিয়ার সারাদিন।

অশ্বিনের কীর্তি

টেস্টে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। সাদা পোশাকের ফর্ম্য়াটে ৫০০ উইকেটের মালিক হলেন তারকা অফস্পিনার। ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে (Jack Crawly) আউট করার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন তামিল স্পিনার। ৯৮ টেস্ট খেলে এই মাইলস্টোন স্পর্শ করেন অভিজ্ঞ ডানহাতি স্পিনার। বিশাখাপত্তনম টেস্টেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেখানে ৪৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের প্রথম উইকেটটি তুলে নিয়েই নজির গড়ে ফেলেন।

ভারতীয় বোলারদের মধ্যে এর আগে অনিল কুম্বলে একমাত্র ৫০০ টেস্ট উইকেট নিতে পেরেছেন। তিনি যদিও ভারতের জার্সিতে সর্বাধিক ৬১৯ উইকেটের মালিক। তবে দ্রুততম ৫০০ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলে ১০৫ ম্য়াচ সময় নিয়েছিলেন। তাঁর থেকে কম সময়ে ৫০০ উইকেট নিলেন অশ্বিন। তবে সবচেয়ে দ্রুততম ৫০০ উইেটের মালিক হয়েছিলেন মুত্থাইয়া মুরলিথরণ। তিনি মোট ৮৭ম্য়াচ সময় নিয়েছিলেন এই মাইলস্টোন স্পর্শ করতে। শেন ওয়ার্ন ১০৮ ম্য়াচ খেলেছিলেন এই কতিত্বের অধিকারী হতে। অন্যদিকে গ্লেন ম্য়াকগ্রা সময় নিয়েছিলেন ১১০ ম্য়াচ। 

চালকের আসনে বাংলা

 ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিহারের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম দিন ব্যাটিংয়ের সুযোগই পেলেন না মনোজ (Manoj Tiwary)। উল্টে দেখা গেল বাংলার বোলারদের দাপট। বিশেষ করে দুই পেসারের।

সূরয সিন্ধু জয়সওয়াল ও মুকেশ কুমার। প্রথমজন তো রঞ্জি অভিষেকেই শোরগোল ফেলে দিয়েছেন। প্রত্যেক ম্যাচে নিয়ম করে উইকেট তুলে চলেছেন সূরয। এদিনও ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন। দ্বিতীয়জন আবার বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিলেন রোহিত শর্মাদের শিবিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের পেসার মুকেশ। তবে রাজকোটের ম্যাচে তাঁকে খেলানো হচ্ছে না। পরিবর্তে সুযোগ পেয়েছেন মহম্মদ সিরাজ। আর মুকেশকে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাঁচিতে ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বল হাতে ইডেনে বিধ্বংসী মেজাজে ছিলেন মুকেশ। ১৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নিলেন চার উইকেট। ইডেনে টস জিতে বিহারকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন মনোজ। বাংলার পেসারদের দাপটে ৪৬.৪ ওভারে মাত্র ৯৫ রানে শেষ হয়ে গেল বিহারের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ১১১/২। ইতিমধ্যেই ১৬ রানের লিড নিয়ে ফেলেছে বাংলা। ক্রিজে ৪৮ রান করে অপরাজিত অভিমন্যু ঈশ্বরণ। ১৩ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অনুষ্টুপ মজুমদার।

সুকান্তকে দেখে এলেন সৌরভ

সন্দেশখালি কাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই বিজেপির রাজ্য সভাপতিকে দেখে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে বেশ খানিক সময় কথা বলে কাটালেন সুকান্ত।

অ্যাপোলো হাসপাতালে আপাতত ভিভিআইপি রুগীদের ভিড়। উত্তর কলকাতায় শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এখানেই ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন সৌরভের মা নিরূপা দেবী। যে খবর প্রথম জানিয়েছিলেন সৌরভের দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। সেখানেই পরে ভর্তি হন হেভিওয়েট তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সুকান্তও সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন।

শুক্রবার মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সৌরভ। প্রত্যেক দিনই তিনি মায়ের চিকিৎসার খোঁজ নিতে এবং তাঁর শারীরিক অবস্থার আপডেট নিতে হাসপাতালে যাচ্ছেন। জাতীয় দলের অধিনায়ক খবর পান যে, সুকান্ত মজুমদার এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। তিনি সুকান্তর সঙ্গে গিয়ে দেখা করেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। কুশল বিনিময় হয় দুজনের।

মোহনবাগানের পরীক্ষা

চার দিন আগেই তাঁর দল গোয়ায় গিয়ে তাদের হারিয়ে এসেছে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এই প্রথম কোনও দলের কাছে হারতে হয় এফসি গোয়াকে। এমন এক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে শনিবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে হবে। গত শনিবার ইস্টবেঙ্গল এফসি-কে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করেছে নর্থইস্ট, যা তাদের মোহনবাগানের বিরুদ্ধে কাজে লাগবে। লিগ টেবলে তাদের চেয়ে চার ধপ নীচে থাকলেও তাই নর্থইস্টকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগানের (MBSG) স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।   

শুক্রবার কলকাতায় তিনি সাংবাদিকদের বলেন, “নর্থইস্ট দলে একজন ভাল কোচ আছেন। ভাল দল ওরা। প্রতিপক্ষ হিসেবে কঠিন। ওরা বিভিন্ন সিস্টেমে ঘুরিয়ে ফিরিয়ে খেলছে। ওদের প্রতিপক্ষদের কাউন্টারে ওঠা কঠিন হয়ে যায়। গত ম্যাচে ওরা ভাল খেলেছে, জয়ও পেয়েছে”। 

ইংল্যান্ডের পাল্টা লড়াই

বাজ়বল বনাম ঘূর্ণিবল। গোটা সিরিজে চলছে জমজমাট লড়াই। সিরিজ আপাতত ১-১। রাজকোটে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে অবশ্য এগিয়ে বাজ়বলই। ভারতের প্রথম ইনিংসে তোলা ৪৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মাত্র ৩৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ২০৭/২। ওভার প্রতি প্রায় ৬ রান করে তুলেছে ইংল্যান্ড। তাও এমন একটা দিনে, যেদিন কীর্তি গড়লেন আর অশ্বিন। টেস্টে পাঁচশো উইকেট নিলেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে।

দ্বিতীয় দিনের শেষে ১১৮ বলে ১৩৩ রানে ক্রিজে। কার্যত একার হাতে ভারতীয় বোলারদের অগ্নিপরীক্ষা নিয়ে চলেছেন ডাকেট। ২১টি চার ও জোড়া ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট? ১১২.৭১। টি-টোয়েন্টি ক্রিকেটেও যা ঈর্ষণীয়।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia Live: সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রাহুল, ফলো অন বাঁচাতে লড়াই ভারতের, ম্যাচের লাইভ আপডেট
সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রাহুল, ফলো অন বাঁচাতে লড়াই ভারতের, ম্যাচের লাইভ আপডেট
RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
Stock Market Today : আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: যাদের বলিদানে স্বাধীনতা, কৃতজ্ঞতা ভুলে বিজয় দিবসেই ভারতকে তীব্র আক্রমণে বাংলাদেশBangladesh: হিন্দুদের কণ্ঠ যতবার রোধ করা হবে, ততবার আমি সরব হব: রবীন্দ্র ঘোষBangladesh: সন্ন্যাসীর জন্য লড়াই করতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই, মন্তব্য আইনজীবী রমেন রায়ের বোনেরArt College Protest: নেই ভারতীয় চিত্রকলার অধ্যাপক, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ আর্ট কলেজে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia Live: সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রাহুল, ফলো অন বাঁচাতে লড়াই ভারতের, ম্যাচের লাইভ আপডেট
সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন রাহুল, ফলো অন বাঁচাতে লড়াই ভারতের, ম্যাচের লাইভ আপডেট
RG Kar Case: ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
ধর্মতলায় ডাক্তারদের ধর্নায় 'না', কেন অনুমতি দিল না কলকাতা পুলিশ ? কাল হাইকোর্টে যাচ্ছে চিকিৎসকদের সংগঠন
SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
Stock Market Today : আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
Sheikh Hasina : 'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
'জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস-সরকারকে তীব্র আক্রমণ হাসিনার
Stock To Watch: এইচডিএফসি ব্যাঙ্ক, জোমাটো ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় খবর, না জানলে ভুগবেন ! 
এইচডিএফসি ব্যাঙ্ক, জোমাটো ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় খবর, না জানলে ভুগবেন ! 
Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির
India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Embed widget