এক্সপ্লোর

Sports Highlights: আইপিএলের উদ্বোধনে খিলাড়ি, কেকেআরের ম্যাচের রাতে বাড়তি মেট্রো, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফরা। ইডেনে ম্যাচের দিন বাড়তি মেট্রো পরিষেবা। আইএসএলের পয়েন্ট টেবিলে বদল। টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে সূর্যকুমার যাদব। খেলার দুনিয়ার সারাদিন।

বোধনে চাঁদের হাট

আইপিএলের উদ্বোধন মানেই তো চাঁদের হাট। সম্প্রতি ডব্লিউপিএলের উদ্বোধনে তারকার মেলা বসে গিয়েছিল। শাহরুখ খান থেকে শুরু করে শাহিদ কপূর, কে ছিলেন না সেই তালিকায়! এবার আইপিএলের উদ্বোধনেও কি থাকছে চমক?

ভারতীয় ক্রিকেট বোর্ড অন্তত ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনই করছে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সুরকার, সঙ্গীতশিল্পী এ আর রহমান। যিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। যাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছে আট থেকে আশি।

তবে একা রহমান নন, আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাবেন আর একজন সঙ্গীতশিল্পী। সোনু নিগম। যাঁর কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বলিউডে একের পর এক সুপারহিট গান গেয়েছেন। 

ডব্লিউপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়েছিলেন বলিউডের বাদশা। শাহরুখ খান পারফর্ম করেছিলেন ডব্লিউপিএলের বোধনে। আইপিএলের উদ্বোধনে থাকছেন বলিউডের খিলাড়ি। অক্ষয় কুমার শুক্রবার চিপক স্টেডিয়ামে পারফর্ম করবেন। সঙ্গে থাকবেন টাইগার শ্রফ। জ্যাকি শ্রফ পুত্র ডব্লিউপিএলের উদ্বোধনের পর আইপিএলের বোধনেও পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন। টাইগারের নাচ সকলের কাছেই বিশেষ আকর্ষণীয়। টাইগারের সিনেমা মানেই সেখানে সুরের সঙ্গতে থাকবে নাচের পারফরম্যান্স, এটাই দস্তুর। এবার ক্রিকেটপ্রেমীদেরও মাতাতে তৈরি তিনি।

বিশেষ মেট্রো পরিষেবা

আইপিএলের (IPL 2024) মরশুমে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ব্যবস্থা মেট্রো রেলওয়ের (Metro Railway)। ইডেনে নাইটদের ম্যাচের দিন থাকছে বাড়তি ট্রেন। বুধবার ঘোষণা করে দিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, 'ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। আইপিএল শুরু হয়ে যাচ্ছে। আগামী ২৩ মার্চ, শনিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে। সেদিন খেলা দেখে বাড়ি ফেরার জন্য  বিশেষ মেট্রোও আছে। মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে দুটি ট্রেন চালাবে। একটি ট্রেন এসপ্লানেড থেকে দক্ষিণেশ্বর যাবে। সেই ট্রেনটি এসপ্লানেড স্টেশন থেকে ছাড়বে রাত ১২.১৫-তে। সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে সেই ট্রেন দক্ষিণেশ্বরে পৌঁছে রাত ১২.৪৮-এ। আর একটি ট্রেন এসপ্লানেড থেকে যাবে কবি সুভাষের দিকে। সেই ট্রেনটিও ছাড়বে রাত ১২.১৫তে। ১২.৪৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষে। আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন। মেট্রো রেলওয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবে।'

শীর্ষে সূর্য

প্রায় তিন মাস তিনি মাঠের বাইরে তিনি। তবু টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব পড়ল না। আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে (ICC T20 Ranking) ব্যাটারদের তালিকার শীর্ষেই থেকে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

শেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে। তারপর থেকে চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে সূর্যকুমার। যদিও টি-টোয়েন্টির সেরা ব্যাটারের মুকুট ধরে রেখেছেন তিনি। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সূর্যকুমারই এই মুহূর্তে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। ৮৬১ পয়েন্ট তাঁর ঝুলিতে। এখনও পুরোপুরি ফিট নন স্কাই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকে দু-একটা ম্যাচে তাঁকে দেখা যাবে না বলেই খবর। শোনা যাচ্ছে, তাঁকে এখনও ফিট ঘোষণা করেনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

পয়েন্ট কাটা গেল জামশেদপুরের

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024) গত ৮ মার্চের ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৩-০ জয়ী ঘোষণা করা হল। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে জামশেদপুর এফসি (Jamshedpur FC) নিয়ম ভেঙে একজন ফুটবলারকে খেলানোর ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) শৃঙ্খলারক্ষা কমিটি। এই সংশোধিত ফলের প্রভাব পড়ল লিগ তালিকাতেও। 

গত ৮ মার্চে জামশেদপুরে এই ম্যাচটির পর মুম্বই সিটি এফসি (Mumbai City FC) কর্তৃপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ জানায়, তাদের প্রতিপক্ষ আইএসএলের নিয়ম মেনে সারা ম্যাচে সাতজন দেশীয় ফুটবলার খেলায়নি। এই অভিযোগ খতিয়ে দেখার পর মুম্বই সিটি এফসি-র পক্ষে রায় দেয় ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। মুম্বই সিটি এফসি-কে এই ম্যাচে ৩-০-য় জয়ী ঘোষণা করা হয় এবং তাদের এই জয়ের জন্য তিন পয়েন্ট দেওয়া হয়। 

মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। অন্যদিকে, জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাওয়ায় ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার আট নম্বরে। ফলে ছ’নম্বর জায়গার জন্য প্রতিযোগিতা আরও জমজমাট হল। 

ম্যাকগ্রার পরামর্শ

ভারতের সেরা পেসার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার (Jasprit Bumrah)। তিনি বল হাতে নিলেই ব্যাটারদের কাঁপুনি শুরু হয়ে যায়। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ ঘোরানোর ক্ষমতা রাখেন। কিন্তু যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফর্ম নয়, চোটই যেন বারবার সমস্যায় ফেলেছে কেরিয়ারে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বারবার বলে এসেছেন যে বুমরার যে বোলিং অ্যাকশন, তাতে চোট আঘাতের প্রবণতা বাড়ার সম্ভাবনাই বেশি। আর তাই গত কয়েক বছরে বারবার চোটের জন্য ছিটকে যেতে হয়েছে তারকা পেসারকে। গত মরশুমে আইপিএলেও ছিলেন না তিনি। দীর্ঘ সময়ে মাঠের বাইরে ছিলেন। বুমরাকে এবার তাই মাঝে মাঝেই ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিলেন গ্লেন ম্য়াকগ্রা (Glenn McGrath)। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

CV Ananda Bose: শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
Advertisement
ABP Premium

ভিডিও

Subodh Singh: সুবোধ সিংয়ের সঙ্গে কি যোগসাজশ রয়েছে অর্জুন সিংয়ের? ABP Ananda LiveTiya Tippani: রাজ্য রাজনীতির সাতকাহন। তরজায় তিন পাখি। টিয়া, কাকাতুয়া, গোমরা | ABP Ananda LIVEState vs Govornor: আরও চরমে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাত। ABP Ananda LiveBowbazar: বউবাজারে যুবককে পিটিয়ে খুন, প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CV Ananda Bose: শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর
আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর
Kedarnath Avalanche: জটার আকারেই নেমে এল পাহাড় থেকে, সাতসকালে তুষারধস কেদারধামে
জটার আকারেই নেমে এল পাহাড় থেকে, সাতসকালে তুষারধস কেদারধামে
Indian Cricket Team: রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
Malda News: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী
ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী
Embed widget