Bangladesh News : বিনা বিচারে একমাসেরও বেশি জেলবন্দি সন্ন্যাসী, আজ মিলবে জামিন?
ABP Ananda LIVE : বিনা বিচারে একমাসেরও বেশি জেলবন্দি সন্ন্যাসী, আজ মিলবে জামিন? চট্টগ্রাম কোর্টে শুনানির আগে সংশয়ে ইসকন। নেটওয়ার্ক থেকে অস্ত্র-বিস্ফোরক জোগান। বহরমপুরের জেল থেকেই ABT-র মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি JMB জঙ্গি! পাসপোর্ট জালিয়াতির জাল ছড়িয়ে ইতালিতেও! মনোজকে জেরা করে চাকদা থেকে শাগরেদ ধীরেন গ্রেফতার। জাল নথি নিয়ে কারা ইউরোপে? তদন্তে লালবাজার। ফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। যশোর ফেরার আগে বাগদায় ২ বাংলাদেশি মহিলা গ্রেফতার। কয়েক মাস আগে চোরাপথে ভারতে ঢোকার অভিযোগ। ভুয়ো নথি নিয়ে ভারতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজে মহারাষ্ট্রেও তল্লাশি। মুম্বই, নাসিক-সহ একাধিক জায়গায় ATS-এর অভিযান, ডিসেম্বরেই ৪৩জন জালে। প্রতিষ্ঠা দিবসেও ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল! আরাবুলের উপর হামলা। গাড়িতে ইট-পাথর, কংক্রিটের চাঙড়। ছেলেকে নিয়ে পালালেন তাজা নেতা। পুলিশের সামনেই আক্রান্ত আরাবুল। নিশানায় সওকত। একে অপরের বিরুদ্ধে থানায় নালিশ। (বাইট-আরাবুল...সওকতের উপস্থিতিতে পরিকল্পনা করে হামলা। অসৎ থেকে সাবধান, কাকে বার্তা ববির? এসএসকেএম ঘুরে দ্বিতীয় বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকু। প্রাথমিক নিয়োগে দুর্নীতিতে ইডির মামলায় আজ শুনানি নিয়েই অনিশ্চিয়তা। দিনের পর দিন ওষুধ খাওয়ার পরও অসুখ কমছে না? আপনি যে ওষুধ খাচ্ছেন আসল তো? খাস কলকাতায় জাল ওষুধের কারবার। ভবানীপুরে উদ্ধার ক্যানসার, ডায়াবেটিসের প্রচুর জাল ওষুধ, ইঞ্জেকশন!