এক্সপ্লোর

Sports Highlights: প্রোটিয়াদের হারিয়ে চমক ডাচদের, মুস্তাক আলিতে বাংলার হার, খেলার সব খবর এক নজরে

Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।

কলকাতা: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৬ বছরের খরা কাটাল নেদারল্যান্ডস। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই হারল বাংলা। এক নজরে খেলার সব খবর।

নেদারল্যান্ডসের জয়

বিশ্বকাপের (ODI World Cup 2023) দ্বিতীয় বড় অঘটন। দিন দু'য়েক আগেই ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। আজ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়ে দিল নেদারল্যান্ডস (SA vs NED)। ২৪৬ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০৭ রানেই অল আউট হয়ে গেল। ৩৮ রানে জয় পেলেন ডাচরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়েছিল ডাচরা। এই ম্যাচেও বড় ব্যবধানেই জয় পেলেন তাঁরা। এই জয়ের সুবাদেই ১৬ বছরের খরা কাটল। ২০০৭ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে ম্যাচ জিতল নেদারল্যান্ডস।

বাংলার হার

নতুন মরশুম। সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক। তাও শুরুতেই ধাক্কা খেতে হল বাংলাকে (Bengal Cricket Team)। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির (Syed Mushtaq Ali) প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে ৮ উইকেটে হারতে হল বাংলাকে।

চলতি মরশুমে সীমিত ওভারের ক্রিকেটে বাংলার অধিনায়ক করা হয়েছে সুদীপ কুমার ঘরামিকে। অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে সফল নৈহাটির ক্রিকেটার। তবে রুতুরাজ গায়কোয়াড়ের আগ্রাসনের সামনে আত্মসমর্পণ করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে হারল তাঁর দল। মোহালিতে মহারাষ্ট্রের কাছে ৮ উইকেটে পরাজিত হলেন সুদীপ ঘরামিরা।

মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। ব্যাট হাতে দলকে টানলেন রণজ্যোৎ সিংহ খইরা ও সুদীপ। রণজ্যোৎ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন ঘরামি।

জবাবে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র মাত্র ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে তারা। ওপেন করতে নেমে রুতুরাজ ছিলেন বিধ্বংসী ছন্দে। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক কেদার যাদব ২৬ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন।

যুবরাজের নজিরকে টেক্কা

যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে দিলেন আশুতোষ শর্মা (Ashutosh Sharma)। গত ১৬ বছর ধরে যুবির ঝুলিতে থাকা ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর নজির ভেঙে দিয়েছেন রেলওয়েজের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে ১১ বলে হাফ সেঞ্চুরি হাঁকান আশুতোষ। 

২০০৭ সালের প্রথম টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। ব্যাটারদের দ্রুততম অর্ধ শতরানের নজির ছিল যেটা। কিছুদিন আগেই হাংঝাউতে আয়োজিত এশিয়ান গেমসে যে নজির ভেঙে গিয়েছিল। মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ বলে দীপেন্দ্র সিংহ আইরি হাঁকিয়েছিলেন হাফ সেঞ্চুরি। 

দ্রুততম ভারতীয় হিসেবে অর্ধ শতরানের নজির অবশ্য ছিল যুবির দখলেই। সেটাও এদিন ভেঙে গিয়েছে। রাঁচিতে আয়োজিত ঘরোয়া টি ২০ প্রতিযোগিতা মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যাচে। ২৫ বছরের ব্যাটার আশুতোষ রেলওয়ের (Railways) হয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে খেলতে নেমেছিলেন। যা ছিল তাঁর কেরিয়ারের দশম টি ২০ ম্যাচ।

পাক শিবির উদ্বেগ

ভারতে রমরমিয়ে চলেছে ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023)। পাকিস্তান দল (Pakistan Cricket Team) নিজেদের গত ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও, তার আগের দুই ম্যাচে জয় পেয়েছে। হারের হতাশা ভুলে জয়ের সরণিতে ফিরতে ২০ অক্টোবর, শুক্রবার তাঁরা রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (PAK vs AUS) মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই পাক শিবিরে উদ্বেগ। পাকিস্তানের দলের একাধিক তারকা জ্বরের কবলে পড়েছেন।

খবর অনুযায়ী, পাকিস্তান দলের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুশীলন করার কথা ছিল। তবে একাধিক তারকা জ্বরে আক্রান্ত হওয়ায় সেই অনুশীলন সেশন পিছিয়ে আনা হয় যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পান। সকালের বদলে সন্ধেবেলা সেই অনুশীলন শিবির হয়। জ্বরে আক্রান্ত পাক ক্রিকেটারদের এই তালিকায় রয়েছেন আব্দুল্লা শফিক, শাহিন শাহ আফ্রিদিরা, উসমা মিররা। শফিক এখনও সুস্থ না হলেও, শাহিন, উসমারা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

এই বিষয়ে ক্রিকেট পাকিস্তানের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কয়েকজন খেলোয়াড় বিগত কয়েকদিনে জ্বরের কবলে পড়েছিলেন, তবে সিংহভাগই সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনও সম্পূর্ণ সুস্থ হননি, তাঁরা আপাতত মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন।' 

শাস্তি পেলেন গুরবাজ়

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন (Eng vs Afg)। তাঁর দাপটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। তবে ইংরেজ-বধের নায়ক রহমানুল্লাহ গুরবাজ়কে (Rahmanullah Gurbaz) কড়া শাস্তির মুখে পড়তে হল। 

আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করেছেন আফগান উইকেটকিপার-ব্যাটার। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেন। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) আইসিসি-র আচরণবিধির আর্টিকল ২.২-এ উল্লিখিত ধারা ভঙ্গ করেছেন। যা হল পোশাক, মাঠের কোনও সরঞ্জাম বা ফিটিংস ভেঙে ফেলা বা নষ্ট করা। গুরবাজ়ের একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটা অবশ্য তাঁর প্রথম অপরাধ।

ঘটনাটি আফগান ইনিংসের ১৯তম ওভারের। আউট হওয়ার হতাশায় বাউন্ডারি রোপ ও চেয়ারের ওপর ব্যাট আছড়ে মেরেছিলেন গুরবাজ়। আইসিসি-র ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজের দোষ স্বীকার করে নেন গুরবাজ়। তাই আর শুনানির প্রয়োজন হয়নি। তবে আগামী ২ বছরের মধ্যে আরও তিনবার একই দোষ করলে নির্বাসিতও হতে পারেন গুরবাজ়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Gold Price 2025 : চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
Best SUVS India: বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
East Midnapur News: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
Senco Gold Stock Price: ২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
Advertisement
ABP Premium

ভিডিও

Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVEAsansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতিAsansol News: এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের, পদপিষ্টের পরিস্থিতি | ABP Ananda LIVEArms Recovery: জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত বে়ড়ে ৫ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price 2025 : চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
চলতি বছরে গতি থাকবে সোনার দামে ? ইতিমধ্য়েই ১১ শতাংশ বেড়েছে রেট, কোথায় পৌঁছবে মূল্য ? 
Best SUVS India: বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
বিক্রির নিরিখে ভারতের সেরা ৬টি এসইউভি হল এগুলি, কে রয়েছে সবার ওপরে ?
East Midnapur News: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ, বাঁচাতে আসা মানুষগুলির কথা অস্পষ্ট হল ক্রমশ, মর্মান্তিক ঘটনা নন্দীগ্রামে !
Senco Gold Stock Price: ২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
২০ শতাংশ পড়েছে সেনকো গোল্ডের শেয়ার, হোল্ড না সেল করবেন ?
Arjun Singh: অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির জের, দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা NIA আদালতের ?
অর্জুন সিংহ-র বাড়িতে বোমাবাজির জের, দোষী সাব্যস্ত ২ জনের কী সাজা NIA আদালতের ?
Ranveer Allahbadia: 'এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে', নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
'এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে', নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
New Delhi Station Stampede: নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিখোঁজ বহু, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ ! হাসপাতালের বাইরে হাহাকার পরিজনদের..
নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিখোঁজ বহু, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ ! হাসপাতালের বাইরে হাহাকার পরিজনদের..
Asteroid 2024 YR4: ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?
৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু, ধ্বংস হতে পারে ভারতও ! কী জানাল নাসা ?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.