(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: এএফসি কাপে মোহনবাগানের জয়, ইতিহাস গড়লেন সুতীর্থারা, খেলার সব খবর এক নজরে
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে দেখে নিন।
কলকাতা: এএফসি কাপে মাজিয়া এসআরসির বিরুদ্ধে জোড়া গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে ম্যাচ জেতালেন জেসন কামিংস। এশিয়ান গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতলেন বঙ্গতনয়া সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
মোহনবাগানের ত্রাতা কামিংস
কথায় আছে, ময়দান যেমন কেড়ে নেয়, তেমন ফিরিয়েও দেয়। সোমবার হয়তো এই আপ্তবাক্যটা মনে করে মাঠ ছাড়লেন জেসন কামিংসও (Jason Cummings)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার এএফসি কাপের ম্যাচে পেনাল্টি নষ্ট করলেন। মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে বা ম্যাচ হারলে হয়তো তাঁকে খলনায়ক বানানো হতো। কিন্তু জোড়া গোল করে মোহনবাগানকে জেতালেন সেই কামিংসই।
কামিংসের জোড়া গোলে এএফসি কাপে মাজিয়া এসআরসি-কে ২-১ গোলে হারাল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু প্রথমার্ধে একটি পেনাল্টি যে ভাবে হেলায় নষ্ট করেন কামিংস, তাতে ম্যাচ ড্র হলে তিনিই হতে পারতেন খলনায়ক। পেনাল্টির ক্ষেত্রে যে ভয়াবহ ভুল করেছিলেন, সেটার প্রায়শ্চিত্ত করে মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দিলেন অজ়ি তারকাই। আর ২-১ গোলে এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডের শেষে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান।
সুতীর্থাদের ইতিহাস
এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ব্রোঞ্জ জিতলেন বাংলার দুই খেলোয়াড়। মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়কে। যদিও এশিয়া মঞ্চে পদক তালিকায় নাম তুলে ইতিহাসের পাতায় জায়গা পাকা করে ফেললেন দুই বঙ্গতনয়া। পাশাপাশি এশিয়ান গেমসের ইতিহাসে টেবিল টেনিসের মঞ্চেও ভারতের এই নিয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক এটিই।
বাংলাদেশকে এক ডজন গোল
চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।
শেষ আটে সৌরভ
১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। বাংলার তারকা স্কোয়াশ (Squash) খেলোয়াড় সহজেই ৩-০ নিজের ম্যাচ জিতে নেন। তবে মহিলাদের সিঙ্গলসে হেরে ছিটকে গেলেন অভিজ্ঞ জ্যোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa)। অবশ্য তনভী খান্না (Tanvi Khanna) সহজ জয়ে শেষ আটে নিজের স্থান পাকা করেন।
কুয়েতের আম্মার আল তামিমির বিরুদ্ধে ১১-৪, ১১-৪, ১১-৬ স্কোরলাইনে জয় পান ৩৭ বছর বয়সি সৌরভ ঘোষাল। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য সৌরভ জাপানের সুকুইয়ের মুখোমুখি হবেন। এই জাপান তারকার বিরুদ্ধেই ভারতের মহেশ মাঙ্গাওকারকে হারতে হয়েছে। ভারতীয় তারকার বিপক্ষে ম্যাচের স্কোর ১১-৬, ১১-২, ১১-৬। জোৎস্না চিনাপ্পা কিন্তু নিজের ম্যাচে বেশ লড়াই করেছিলেন। কোরিয়া প্রজাতন্ত্রের হেওর বিরুদ্ধে প্রথম গেম ৪-১১ তে হারলেও, দ্বিতীয় গেম ১২-১০ স্কোরে জিতে ম্যাচে ফিরে আসেন জোৎস্না। তবে শেষ দুই গেম লড়াই করেও ৯-১১ ও ৮-১১ স্কোরলাইনে হেরে ম্যাচ হারেন তিনি।
মুম্বই ফিরলেন কোহলি?
মঙ্গলবার, ৩ অক্টোবর তিরুঅন্ততপুরমে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে শেষবার প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার (Team India)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচে সম্ভবত বিরাট কোহলি (Virat Kohli) অংশগ্রহণ করবেন না। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের সঙ্গে তিনি কেরলে যাননি। বরং, গুয়াহাটি থেকে ফিরে এসেছেন মুম্বইয়ে। কিন্তু হঠাৎ কেন মুম্বইয়ে উড়ে এলেন কোহলি?
ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। টস হলেও, বৃষ্টির জেরে এক বলও খেলা সম্ভব হয়নি। শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ার পর, রবিবারই এক বিশেষ বিমানে করে ভারতীয় দলকে গুয়াহাটি থেকে তিরুঅনন্তপুরমে উড়িয়ে আনা হয়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় বুমরা, জাডেজাদের কেরলে পদার্পনের সেই ভিডি পোস্টও করা হয়। তবে খবর অনুযায়ী চার ঘণ্টার এই বিমানযাত্রায় দলের বাকিদের সঙ্গে কেরলে আসেননি কোহলি।
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মহাতারকা টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। রবিবার, ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে কিন্তু কোহলি ফিরে এসে ভারতীয় দলে যোগ দেবেন বলেই শোনা যাচ্ছে
পিটি ঊষাকে ছুঁলেন বিত্যা
কিংবদন্তির সামনেই তাঁর নজির ছুঁয়ে ইতিহাস। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ৩৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন বিত্যা রামরাজ (Vithya Ramraj)। আর তাও হয়েছে খোদ কিংবদন্তির সামনেই। ভারতের প্রতিথযশা অ্যাথলিট তথা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার (PT Usha) দখলে এতদিন ছিল যে কীর্তি।
বিত্যা এদিন হিটে ৫৫.৪২ সেকেন্ডে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের দৌড় শেষ করে সেরা পাঁচজন অ্যাথলিটের মধ্যে থেকে পৌঁছেছেন ফাইনালে। দেশীয় রেকর্ড ছুঁয়ে ফেলার পরে এশিয়া সেরা হওয়ার চূড়ান্ত পর্বে বিত্যা দেশকে আরও গর্বিত করে পদক এনে দেবেন বলেই প্রত্যাশায় বুক বাঁধছেন সকলে।
আফগানদের মেন্টর জাডেজা
আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই সব দল ভারতে চলে এসেছে। চলছে প্রস্তুতি পর্বের ম্যাচও। এরই মাঝে আফগানিস্তান দলের (Afghanistan Cricket Team) সঙ্গে যুক্ত হলেন ভারতীয় প্রাক্তনী। আসন্ন বিশ্বকাপে রশিদ খানদের মেন্টরের দায়িত্ব দেওয়া হল অজয় জাডেজাকে (Ajay Jadeja)।
এসিবির তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে লেখা হয়, 'এসিবির (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) তরফে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা মিডল অর্ডার ব্যাটার অজয় জাডেজাকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-র জন্য আফগান দলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে।' এদিন আফগানিস্তান ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়ায় দলের অনুশীলনের বেশি কিছু ছবি আপলোড করা হয় যেখানে রশিদ খানদের সঙ্গে অনুশীলনে জাডেজাকেও উপস্থিত থাকতে দেখা যায়।
শাকিবের ফিটনেস আপডেট
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জেরবার বাংলাদেশ (Bangladesh Cricket Team) শিবির। প্রথমে তামিম ইকবালকে (Tamim Iqbal) নিয়ে বিতর্কে তোলপাড় চলেছে। তারপরই শাকিব আল হাসানের চোট নিয়ে তৈরি হয় উদ্বেগ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে বাংলাদেশ। সেই ম্যাচে কি শাকিবকে ছাড়া নামতে হবে টাইগার্সদের, জোরাল প্রশ্ন উঠে গিয়েছিল।
তবে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। বলা হচ্ছে, শাকিব একশো শতাংশ ফিট। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তিনি খেলবেন। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে শাকিব খেলেননি। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, শাকিবকে পাওয়া যাবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার হাতিয়ার অভিজ্ঞতা, ষষ্ঠবার বিশ্বকাপ জিততে পারবেন অজ়িরা?