Sports Highlights: ভারতের হার, মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের ড্র, এক নজরে খেলার সারাদিনের সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
![Sports Highlights: ভারতের হার, মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের ড্র, এক নজরে খেলার সারাদিনের সব খবর Sports Highlights: Know latest updates of teams players matches and other highlights on 3rd August 2023 Sports Highlights: ভারতের হার, মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের ড্র, এক নজরে খেলার সারাদিনের সব খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/04/4d0708fa50b5f60d9727df950e77080e1691102039616507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হল ভারত। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এক নজরে খেলার সব খবর।
ভারতের হার
প্রথম ওয়ান টি-টোয়েন্টিতে (India vs West Indies 1st T20) ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই। অভিষেক ম্য়াচে ২২ বলে তিলক ভার্মার ৩৯ রানের ইনিংস জলে গেল। ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।
মোহনবাগানের জয়
টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন (১৬ বার) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan super Giant) বিরুদ্ধে বাংলাদেশ আর্মির (Bangladesh Army) ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2023) সূচনা হয়। সেই ম্যাচেই দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল সবুজ মেরুন। এক, দুই নয়, ৫-০ গোলে বাংলাদেশ আর্মিকে হারাল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সুহেল ভট্ট, লালরিনলিয়ানাই নামতে এবং কিয়ান নাসিরি।
ইস্টবেঙ্গলের ড্র
কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে দৌড়চ্ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। পরপর ২টি ম্যাচে প্রতিপক্ষকে ৫ গোলের মালা পরিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চলতি কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা বজায় রাখতে পারল না তারা। ভবানীপুর ক্লাবের (Bhawanipur) কাছে বৃহস্পতিবার লিগে নিজেদের সাত নম্বর ম্যাচে আটকে গেল লাল-হলুদ শিবির। নিজেদের মাঠে পয়েন্ট নষ্ট করল তারা।
বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইস্টবেঙ্গল। প্রিমিয়র ডিভিশনে নিজেদের প্রথম ৫টি ম্যাচে টানা জিতেছিল ভবানীপুর। অবশেষে ইস্টবেঙ্গলের কাছে ধাক্কা খেতে হল তাদের। লিগে প্রথমবার পয়েন্ট খোয়াল ভবানীপুর।
মনোজের অবসর
তাঁকে বলা হতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলার সবচেয়ে প্রতিশ্রুতিমান ব্যাটার। তবে বারবার সঙ্গী হয়েছে উপেক্ষা। জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি করেও বাদ পড়েছেন। রঞ্জি ট্রফি জয়ের স্বপ্নও অধরা থেকে গিয়েছে। সেই মনোজ তিওয়ারি (Manoj Tiwary) আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার সশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন।
সবুজ মেরুনে নতুন ডিফেন্ডার
দলবদলের বাজারে ফের শিরোনামে চলে এল মোহনবাগান সুপার জায়ান্ট। এতদিন আক্রমণ বিভাগ ও মাঝমাঠকে শক্তিশালী করার কাজ করছিল সবুজ-মেরুন শিবির। এ বার রক্ষণ বিভাগ গোছানোর কাজও শুরু করল তারা। বিভিন্ন নামী স্প্যানিশ ক্লাবের হয়ে দু’শোর ওপর ম্যাচ খেলা অভিজ্ঞ সেন্টার ব্যাক হেক্টর ইয়ুস্তেকে (Hector Yuste) সই করাল তারা। বৃহস্পতিবার নতুন মরশুম শুরুর দিন সরকারি ভাবে এই খবর জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।
গত মরশুমে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়ার হয়ে খেলেন হেক্টর। সাইপ্রাসের ক্লাবের হয়েই গত মরশুমে ইউরোপা লিগে খেলেছিলেন ইয়ুস্তে।ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকানোর দায়িত্বও ছিল তাঁর কাধে। এবার সেই ডিফেন্ডারকে সই করিয়েই রক্ষণভাগ শক্তিশালী করে নিল সবুজ মেরুন। নিকোসিয়ার সঙ্গে ইয়ুস্তের চুক্তি শেষ হওয়ার পরই তাঁকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডুরান্ডের উদ্বোধনে মমতা বন্দোপাধ্যায়, নিজের অভিজ্ঞতা জানালেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)