(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল মুম্বই, নতুন ইতিহাস গড়লেন শাকিব, খেলার সেরা খবরগুলি এক নজরে
Top Sports News: সারাদিনের খেলার সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: ডব্লিউপিএলে হেইলি ম্যাথিউজের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন শাকিব আল হাসান।
মুম্বইয়ের দ্বিতীয় জয়
ডব্লিউপিএলে (WPL 2023) দাপটের সঙ্গে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ১৫৫ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) নয় উইকেটে হারাল মুম্বই। এদিন বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অপরাজিত ৭৭ রানের ইনিংস খেললেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)।
১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুুম্বই ওপেনাররা আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ইয়াস্তিকা ও হেইলি ওপেনিংয়েই ৪৫ রান যোগ করেন। তবে প্রীতি বোসের বলে পঞ্চম ওভারে ২৩ রানে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা। অবশ্য ইয়াস্তিকা আউট হলেও, হেইলি কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন ন্যাট ও হেইলি। এই দুই তারকার পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতে নেয় মুম্বই।
শাকিবের ইতিহাস
বাংলাদেশের হয়ে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) রেকর্ডের অন্ত নেই। অনেকেই শাকিবকে বাংলাদেশের (Bangladesh Cricket Team) সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবেও গণ্য করেন। সেই তারকা অলরাউন্ডারই সোমবার, ৬ মার্চ আরও একটি নতুন ইতিহাস রচনা করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে (BAN vs ENG) ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে শাকিব আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে ফেললেন। তরুণ ইংল্যান্ড তারকা রেহান আমেদকে আউট করেই শাকিব নিজের ৩০০তম উইকেটটি পান।
অধিনায়ক স্মিথ
ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরুর আগে ফের অস্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে (Ind vs Aus)। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স। তিনি ভারতে আসতে পারবেন না। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও কামিন্সের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল।