Sports Highlights: ইউপিকে হারাল দিল্লি, টিম বাসেই ভারতীয় দলের হোলি সেলিব্রেশন, খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: টিম বাসেই রঙের উৎসবে মাতলেন বিরাট কোহলি, রোহিত শর্মাসহ গোটা ভারতীয় দল। ইউপি ওয়ারিয়ার্সকে ৪২ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
দিল্লির জয়
ব্যাট হাতে কার্যত একা লড়েও দলকে জেতাতে পারলেন না থালিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath)। জলে গেল তাঁর ৯০ রানের ইনিংস। ডব্লিউপিএলের (WPL 2023) পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১২ রান তাড়া করতে নেমে ১৬৯ রানেই থমকে গেল ইউপি ওয়ারিয়ার্সের ইনিংস। ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পর বল হাতেও তিন উইকেট নিয়ে দিল্লিকে জেতালেন জেস জোনাসেন (Jess Jonassen)।
টিম বাসেই রঙের উৎসব
৯ মার্চ, বৃহস্পতিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) চতুর্থ তথা অন্তিম টেস্টে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। ইনদওরে তৃতীয় টেস্টে পরাজিত হলেও, আপাতত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চতুর্থ টেস্টের আগে ইতিমধ্যেই আমদাবাদে অনুশীলনও শুরু করেছে ভারতীয় দল। এরই মাঝে টিম বাসেই রঙের উৎসবে মাতলেন ভারতের তারকা ক্রিকেটাররা।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিলরা সকলেই মহানন্দে দোল উৎসব পালন করলেন। দলের কোচ রাহুল দ্রাবিড়ও কিন্তু বাদ যাননি। তাঁকেও রং মেখে টিম বাসের মধ্যে বসে থাকতে দেখা যায়। ভারতের তারকা ব্যাটার শুভমন গিলই দলের সকলের টিম বাসে দোল খেলার এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
নারীদিবসে অভিনব উদ্যোগ
বুধবার, ৮ মার্চ নারীদিবস। আর সেদিন বাংলার মহিলা ফুটবলারদের জন্য অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠন ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের উদ্যোগে এই প্রথমবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) একত্রিত হয়ে আয়োজন করতে চলেছে সম্পূর্ণা কাপ (Sampurna Cup 2023)।
বাংলার অভাবী ২২ জন মহিলা ফুটবলার নিয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। উদ্বোধন হতে চলেছে নারীদিবসের দিন। যার নাম দেওয়া হয়েছে সম্পূর্ণা কাপ। মানবাধিকার সংগঠনের এই উদ্যোগে হাত মিলিয়েছে আইএফএ-র সঙ্গে। সমস্ত মহিলা ফুটবলারদের বার্তা দিতে চায় মানবাধিকার সংগঠন। মহিলা ফুটবলারদের পাশে সবরকমভাবে থাকতে অঙ্গীকারবদ্ধ উদ্যোক্তারা। বিভিন্ন শিল্পপতিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলার প্রতিভাবান অভাবী মহিলা ফুটবলারদের কর্মসংস্থানের নতুন দিশাও দেখতে পারে এই টুর্নামেন্ট। মানবাধিকার সংগঠন ও অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের পরিবারের কথা মাথায় রেখে তাঁদের সামাজিক সুরক্ষার দিকটাও দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
আর্জি খারিজ
আইএসএলের প্লে-অফে কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। যে বিতর্কের রেশ এখনও থামার লক্ষ্মণ নেই। কেরল ব্লাস্টার্সের অভিযোগ, তাদের ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই ফ্রি কিক থেকে তাদের বিরুদ্ধে গোল করেছিলেন বেঙ্গালুরুর সুনীল ছেত্রী। সেই ঘটনার প্রতিবাদে ম্যাচ চলাকালীন মাঠ থেকে দল তুলে নিয়েছিল কেরল ব্লাস্টার্স। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এর পরেই কেরল দলের তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্লে অফ ম্যাচের রিপ্লের আবেদন করে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এআইএফএফের তরফে।
পাক তারকার অবসর
আইপিএলের (IPL) সেরা বোলিং ফিগার এখনও তাঁর দখলে। আইপিএলের উদ্বোধনী মঞ্চেই কীর্তির শিখর ছুঁয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সেই পাকিস্তানি পেসার সোহেল তনবীর (Sohail Tanveer)। প্রথমবার আইপিএলের আসরে সকলের নজর কেড়ে নিয়েছিলেন বাঁহাতি পাক পেসার। বল হাতে তিনি রাজস্থান রয়্যালসের খেতাব জয়ে বড় অবদান রেখেছিলেন। ২০০৮ সালের ওই আসরে ১১ ম্যাচে মোট ২২টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার। পেয়েছিলেন টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির সম্মান। তবে তনবীর সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লিগ পর্বের প্রথম ম্যাচে। মাত্র ১৪ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। তাঁর সেই বিধ্বংসী বোলিং পারফরম্যান্স আজও আইপিএলের সেরা বোলিং পারফরম্যান্স।
মুম্বইয়ের জঙ্গি হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা ব্রাত্য। তাই তনবীরকে পরের দিকে আর আইপিএলে দেখা যায়নি। কিন্তু আইপিএলের প্রথম বছর তিনি ছিলেন শো স্টপার। অনেকে তাঁর পারফরম্যান্স দেখে চমকে উঠেছিলেন। সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন বাঁহাতি পেসার সোহেল তনবীর (t)। তাঁর বোলিং অ্যাকশন ঠিক গতানুগতিক নয়, আর ঠিক সেই কারণেই ব্যাটসম্যানদের চমকে দেওয়ার ব্যাপারে পারদর্শী ছিলেন তিনি।
সুপার কাপের সূচি প্রকাশ
ভারতীয় ফুটবল মরসুম এই বছর থেকে আরও দীর্ঘায়িত হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। করোনা পরবর্তীতে চার বছর পর সুপার কাপ (Super Cup 2023) আয়োজন হওয়ার কথাও জানানো হয়েছিল। ৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। আজই নয়াদিল্লির ফুটবল হাউসে সুপার কাপের ড্র আয়োজিত হয়। প্রথমবার কেরলে আয়োজিত হচ্ছে সুপার কাপ। ১৬ দলের এই টুর্নামেন্ট বিজয়ীর সামনে মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামারও একটা সম্ভাবনা রয়েইছে।
সুপার কাপের চ্যাম্পিয়নরা গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি বিরুদ্ধে একটি প্লে-অফ ম্যাচে খেলবে। এই ম্যাচে বিজয়ী দলই এএফসি কাপের দক্ষিণাঞ্চল গ্রুপে সরাসরি নিজেদের জায়গা পাকা করে ফেলবে। আইলিগের ১১টি দল সরাসরি সুপার কাপের গ্রুপ পর্বে খেলবে। অপরদিকে, আই লিগজয়ী দলও সরাসরি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে আই লিগের দুই থেকে ১০ নম্বরে থাকা দলগুলি যোগ্যতাঅর্জন পর্বে মুখোমুখি হবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের বাকি চারটি দল নির্ধারিত হবে। আই লিগে নবম ও দশম স্থানে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ মাঠে নামবে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। তৃতীয় থেকে অষ্টম দলটি নক আউট ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।
মানবিক রোনাল্ডো
ফের মানবিক মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)-র দুর্গত মানুষদের জন্য বিমানে করে ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ‘সি আর সেভেন’। তিনি যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা আগেই জানিয়েছিলেন। সেই মতোই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাবার, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। বাড়ি ঘর-দোর খুইয়েছেন বিশাল সংখ্যক মানুষ। অনেকের প্রাণ বাঁচলেও নিকটাত্মীয়দের হারিয়ে সর্বস্ব খুইয়েছেন। সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত মানুষগুলির জন্য মন কেঁদে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এমন বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই একটা বিমান ভর্তি করে সিরিয়া ও তুরস্কে ত্রাণ পাঠিয়ে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বেবিফুড, বিছানা, বালিশ, কম্বল, তাঁবু ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম। সবমিলিয়ে খরচ পড়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ডলার।
লখনউয়ের জার্সি প্রকাশ
৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2023) তার আগে আজ, মঙ্গলবার, ৭ মার্চই আসন্ন মরসুমের জন্য নিজেদের জার্সি প্রকাশ করে দিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। জার্সি প্রকাশ অনুষ্ঠানে লখনউ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul), মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir), দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও বিসিসিআই সচিব জয় শাহ উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলেই লখনউয়ের নতুন জার্সি প্রকাশ্যে আনেন।
গত মরসুমের জার্সির রঙের থেকে লখনউয়ের এবারের জার্সির রঙ অনেকটাই ভিন্ন। এবারের লখনউয়ের জার্সির রঙ গাঢ় নীল রঙ। জার্সির দুই ধারেই লাল রঙের স্ট্রাইপ রয়েছে। তবে সরাসরি শুধুই জার্সি প্রকাশ নয়, এদিন জার্সি প্রকাশ অনুষ্ঠানের পাশাপাশি এক ফ্যাশন শোয়েরও আয়োজন করা হয় লখনউ কর্তৃপক্ষের তরফে। রবি বিষ্ণোই, দীপক হুডা, জয়দেব উনাদকাট, কেএল রাহুলরা এই ফ্যাশন শোতে অংশ নেন। প্রত্যেকেই দলের জার্সির রঙের পোশাক পরে ব়্যাম্পে হাঁটেন।
সেরার দৌড়ে জাডেজা
আইসিসির তরফে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় (ICC Player of the Month) হওয়ার দৌড়ে থাকা তিন ক্রিকেটার নাম প্রকাশ করা হল। পুরুষদের মধ্য ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন এক ভারতীয় তারকাও। কে তিনি? তিনি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তাঁর পাশাপাশি সেরার দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook) এবং ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি (Gudakesh Motie)।
আরও পড়ুন: পিচ বিতর্কে অবশেষে মুখ খুললেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়