Sports Highlights: রেকর্ড অর্থে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব, রঞ্জি সেমিফাইনালে মঙ্গলবার নামছে বাংলা
Sports Highlights: বিরাট অঙ্কে বিক্রি হল আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। সব মিলিয়ে ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হল আইপিএলের সম্প্রচার স্বত্ব।
কলকাতা: কেমন কাটল খেলাধূলার ময়দানে দিনটি।
রেকর্ড অর্থে বিক্রি
জল্পনার অবসান হল। বিরাট অঙ্কে বিক্রি হল আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। টিভি ও ডিজিট্যাল, দুই আলাদা মঞ্চের জন্য আলাদা দুই সংস্থার হাতে গেল সম্প্রচার স্বত্ব।
কারা পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব?
ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেই স্বত্ব পেল ডিজনি স্টার। আর ডিজিট্যাল স্বত্ব পেল ভায়াকম ১৮। ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব পেয়েছে তারা।
সব মিলিয়ে ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হল আইপিএলের সম্প্রচার স্বত্ব। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি স্বত্ব ধরে রেখেছে স্টার সংস্থাই। সেই সঙ্গে ভায়াকম ১৮ ছিনিয়ে নিয়েছে ডিজিট্যাল স্বত্ব। শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে টিভি ও ডিজিট্যাল স্বত্ব থেকে প্রত্যেক ম্যাচে বোর্ডের রোজগার হবে ১০৭ কোটি ৫০ লক্ষ টাকা। এর ফলে আইপিএল সম্প্রচারে আর কোনও একটা সংস্থার হাত থাকল না।
পেনশন বৃদ্ধি
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয়। আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে ফেঁপে উঠেছে তারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আরও এক ইতিবাচক পদক্ষেপের কথা প্রকাশ্যে এল সোমবার। এবার ভারতীয় বোর্ড সুখবর দিল প্রাক্তন ক্রিকেটারদের। জানানো হল, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ।
সোমবার ট্যুইটারে বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ!” স্বাভাবিক ভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যাতে খুশি এবং উপকৃত হবেন পেনশন ভোগীরা। তাঁর ট্যুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা।
দুই স্পিনারে নামছে বাংলা
অপেক্ষার অবসান হতে চলেছে প্রদীপ্ত প্রামাণিকের (Pradipta Pramanik)। বাঁহাতি স্পিনার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন। আইপিএলে চমক জাগানো রজত পতিদার, শুভম শর্মাদের বিরুদ্ধে প্রদীপ্তকে খেলাবে বাংলা। সুযোগ পেয়ে উত্তেজনায় ফুটছেন বঙ্গ স্পিনার।
তিন বছর পর বাংলার জার্সি পেয়ে মাঠে নামার সুযোগ, তাও সরাসরি রঞ্জি ট্রফির সেমিফাইনালের মতো বড় ম্যাচে, স্নায়ুর চাপ টের পাচ্ছেন? সোমবার বেঙ্গালুরু থেকে এবিপি লাইভকে প্রদীপ্ত বললেন, 'আমার কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। তিন বছর পর প্রথম একাদশে সুযোগ পাচ্ছি, তাও এরকম একটা ম্যাচে। রঞ্জি ট্রফির সেমিফাইনাল বিরাট মঞ্চ। মাঠে নেমে নিজের সেরাটা দেব। তবে কোনও চাপ টের পাচ্ছি না। কারণ বাংলার হয়ে আগেও খেলেছি। দলের সঙ্গেই রয়েছি।'
ফিট মনোজ
রবিবার আচমকাই তাঁকে নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের ঠিক দুদিন আগে হাঁটুর ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। তড়িঘড়ি করে তাঁর হাঁটুর এমআরআইও করা হয়। যদিও রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।
সোমবার বাংলা দলের হয়ে অনুশীলনে নেমে পড়লেন মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছেন তিনি। বাংলা শিবির থেকে জানানো হল, মধ্যপ্রদেশের বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলতে পারবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ফিট মনোজ, রঞ্জি সেমিফাইনালের আগে স্বস্তি বাংলা শিবিরে