Ranji Trophy Exclusive: ফিট মনোজ, রঞ্জি সেমিফাইনালের আগে স্বস্তি বাংলা শিবিরে
Bengal vs MP, Ranji Trophy Semifinal: সোমবার বাংলা দলের হয়ে অনুশীলনে নেমে পড়লেন মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছেন তিনি।
কলকাতা: রবিবার আচমকাই তাঁকে নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের ঠিক দুদিন আগে হাঁটুর ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। তড়িঘড়ি করে তাঁর হাঁটুর এমআরআইও করা হয়। যদিও রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।
সোমবার বাংলা দলের হয়ে অনুশীলনে নেমে পড়লেন মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। প্রায় আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছেন তিনি। বাংলা শিবির থেকে জানানো হল, মধ্যপ্রদেশের বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলতে পারবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সকাল সাড়ে নটায় ম্যাচ শুরু। তার আগে সোমবার বাংলা দলও সকাল সাড়ে নটা থেকে প্রস্তুতি সেরেছে। যাতে সকালের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারেরা সড়গড় হয়ে ওঠেন। বাংলার প্র্যাক্টিসে নিজেকে আরও ঘষামাজা করে নিয়েছেন মনোজও। বাংলা দলের কোচ সৌরাশিস লাহিড়ী বেঙ্গালুরু থেকে ফোনে এবিপি লাইভকে বললেন, 'মনোজ আড়াই ঘণ্টা প্র্যাক্টিস করেছে। ও সম্পূর্ণ ফিট। সেমিফাইনালে খেলবে। সংশয়ের কোনও জায়গাই নেই।' সৌরাশিস যোগ, 'ছেলেরা প্রত্যেকে মানসিকভাবে চাঙ্গা। দলীয় সংহতি দুর্দান্ত জায়গায়। সেমিফাইনালে দলের সকলে নিজেদের সেরাটা দেবে।'
মনোজকে শেষ চারের ম্যাচে পাওয়া যাবে বলে জানালেন বাংলা দলের হেড কোচ অরুণ লালও। ফোনে বললেন, 'মনোজের হাঁটুর ব্যথা সামান্যই ছিল। উদ্বেগের কিছুই ছিল না। ও সেমিফাইনালে খেলবে। ওকে ধরেই স্ট্র্যাটেজি তৈরি করছি আমরা।'
রঞ্জি ট্রফিতে ছন্দে রয়েছেন মনোজ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। যা তাঁর প্রথম শ্রেণির কেরিয়ারে ২৮তম সেঞ্চুরি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ডের অন্যতম শরিক ছিলেন মনোজও। অধরা রঞ্জি ট্রফি জিততে তিনি কতটা মরিয়া, এবিপি লাইভকেও তা জানিয়েছিলেন মনোজ। যে ছটফটানির জন্যই সক্রিয় রাজনীতিতে নেমেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মনোজ।
মধ্যপ্রদেশের বোলারদের বিরুদ্ধে মনোজই হয়ে উঠতে পারেন বাংলার অন্যতম সেরা ব্যাটিং অস্ত্র।
আরও পড়ুন: এক ম্যাচে ১০৫.৫ কোটি টাকা! আইপিএলের সম্প্রচার স্বত্ব বেচে রেকর্ড আয়ের পথে বোর্ড