এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই-এর নির্দেশ উপেক্ষা, কেরলের ক্লাব ক্রিকেট খেলবেন শ্রীসন্ত
নয়াদিল্লি: বিসিসিআই-এর অনুমতি না পাওয়ায় স্কটল্যান্ডে খেলতে যাওয়া হয়নি। তবে নিজের রাজ্য কেরলে ক্লাব ক্রিকেট খেলা থেকে বিরত হচ্ছেন না শান্তাকুমারণ শ্রীসন্ত। রবিবার এর্নাকুলাম ক্রিকেট ক্লাবে দু দিনের একটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে এই পেসারের।
২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্ত। পরে দিল্লির একটি আদালত তাঁকে যাবতীয় অভিযোগ থেকে রেহাই দেয়। তবে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর শ্রীসন্তের ক্রিকেটে ফেরার বিরোধিতা করেন। সেই কারণেই স্কটল্যান্ডে খেলতে যেতে পারেননি এই পেসার। তবে তিনি এখন ক্রিকেটে ফিরতে মরিয়া। সেই কারণেই বিসিসিআই-এর নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না।
শ্রীসন্ত বলেছেন, ‘আমাকে যখন সরকারিভাবে চিঠি দিয়ে আজীবন নির্বাসনের কথা জানানো হয়নি, তখন আম্পায়াররা কীভাবে খেলা আটকাতে পারেন? ই মেল, ক্যুরিয়র বা অন্য কোনওভাবে আমাকে জানানো হয়নি যে নির্বাসিত করা হয়েছে। আমার রাজ্য বা জেলা ক্রিকেট সংস্থাও বিসিসিআই-এর কাছ থেকে এই মর্মে কোনও চিঠি পায়নি। শুধু তিহাড় জেলে থাকার সময় তিন মাস সাসপেন্ড হওয়ার চিঠি পেয়েছিলাম। বিসিসিআই সরকারিভাবে আমাকে নির্বাসনের কথা জানায়নি। বোকার মতো এতদিন খেলছিলাম না। এখন বুঝতে পেরেছি কী ভুল করেছি।’
শ্রীসন্ত ক্রিকেটে ফেরার কথা জানানোর পর এখন বিসিসিআই-এর ভূমিকা কী হয়, সে দিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement