এক্সপ্লোর
Advertisement
SRH vs CSK, Toss Update: হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং চেন্নাইয়ের
এখন আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৭ নম্বরে চেন্নাই সুপার কিংস। পাঁচ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ।
দুবাই: আজ আইপিএল-এ মুখোমুখি নীচের সারিতে থাকা দু’টি দল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। অন্যদিকে, ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। তিনি জানিয়েছেন, দলে একটি বদল হয়েছে। এন জগদিশনের বদলে আজ খেলছেন পীযূষ চাওলা। অন্যদিকে, হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার জানিয়েছেন, তাঁর দলেও একটি পরিবর্তন হয়েছে। অভিষেক শর্মার বদলে খেলছেন শাহবাজ নাদিম।
সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, রশিদ খান, শাহবাজ নাদিম, সন্দীপ শর্মা, খলিল আহমেদ ও টি নটরাজন।
চেন্নাই সুপার কিংস দল- শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পীযূষ চাওলা ও কর্ণ শর্মা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement