এক্সপ্লোর
Advertisement
SRH vs KKR, IPL Match Preview: আজ ফের মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ, ঘুরে দাঁড়াতে পারবেন মর্গ্যানরা?
পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে কেকেআর। আট ম্যাচে মর্গ্যানদের পয়েন্ট আট। ঠিক পরের ধাপেই হায়দরাবাদ।
আবু ধাবি: আজ আইপিএল-এ ফের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ দু’দলের প্রথম সাক্ষাতে ৭ উইকেটে জয় পেয়েছিল কলকাতা। তারপর অবশ্য আরব সাগর দিয়ে অনেক জয় বয়ে গিয়েছে। কলকাতার অধিনায়ক বদল হয়েছে। দীনেশ কার্তিকের বদলে অধিনায়ক হয়েছেন ইয়ন মর্গ্যান। যদিও নতুন অধিনায়ক প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছেন। আজ কি ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর? আশায় সমর্থকরা।
পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে কেকেআর। আট ম্যাচে মর্গ্যানদের পয়েন্ট আট। ঠিক পরের ধাপেই হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দল ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। দু’দলেই একঝাঁক তরুণ ক্রিকেটার। তবে দু’দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। সেটাই মর্গ্যান, ওয়ার্নারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কলকাতার নতুন অধিনায়ক অবশ্য প্রথম থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর থেকে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন প্যাট কামিন্সও। শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, শিবম মাভিরা ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছেন না।
অন্যদিকে, হায়দরাবাদের প্রধান ভরসা দুই ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। কেন উইলিয়ামসনও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নটরাজনরাও দলের ভরসা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement