এক্সপ্লোর
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে
![মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে Sri Lanka captain Karunaratne arrested for drunk driving মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/04/01114810/karunaratne_CMS.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে। কলম্বোয় রবিবার ভোরে একটি দুর্ঘটনার পর করুণারত্নেকে হেফাজতে নেওয়া হয়। এই দুর্ঘটনায় তিন চাকার একটি ট্যাক্সির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, করুণারত্নেকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের জন্য তাঁকে আজ সোমবার আদালতে হাজির হতে বলা হয়েছে। তাঁর গাড়িটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।
ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে শ্রীলঙ্কার একদিনের দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চিন্তাভাবনা করছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। এরইমধ্যে এই ঘটনা ঘটল।
গতমাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত জয় পেয়েছে করুণারত্নের শ্রীলঙ্কা। একদিনের দলের অধিনায়ক হিসেবেও বিবেচনার মধ্যে রয়েছেন করুণারত্নে।
শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করবে তারা। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত করা হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)