Hasaranga Marriage: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল
Sri Lanka Cricket: শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। আর শুভেচ্ছাবার্তায় ভাসলেন।
কলম্বো: আইপিএল (IPL 2023) শুরু হতে আর মাত্র দিন কুড়ি বাকি। মার্চের শেষ সপ্তাহে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করে দেবে সব দলই। তার আগে নতুন ইনিংস শুরু করলেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির সতীর্থ।
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। আর শুভেচ্ছাবার্তায় ভাসলেন।
হাসারাঙ্গার স্ত্রীর নাম বিন্দিয়া। যদিও তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। হাসারাঙ্গা সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার অন্যতম বড় অস্ত্র। আইপিএলে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে। ২০২১ সালে দুরন্ত পারফর্ম করেছিলেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার হয়েছিলেন হাসারাঙ্গা। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে সিরিজ জেতাতে প্রধান ভূমিকা ছিল স্পিনার অলরাউন্ডারের। ২০২২ সালে তাঁকে ১০ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করে কিনে নেয় আরসিবি। ২০২৩ সালের মিনি অকশনের আগে হাসারাঙ্গাকে রিটেন করেছিল আরসিবি।
View this post on Instagram
ভাল জায়গায় অস্ট্রেলিয়া
আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।
ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড জুটি প্রথম উইকেটে ৬২ রান বোর্ডে তুলে নেয়। হেডকে ফেরান আর অশ্বিন। ৩২ রানের মাথায় জাডেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন হেড। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার মার্নাস লাবুশেন এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক স্মিথ ও খাওয়াজা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তৃতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন দুজনে। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।
ক্রিজে সেট হয়েও ফেরেন স্মিথ। রবীন্দ্র জাডেজার বল স্মিথের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৩৮ রান করে ফেরেন অজি অধিনায়ক। দুরন্ত কাটারে পিটার হ্যান্ডসকম্বের (১৭ রান) অফস্টাম্প ছিটকে দেন শামি। তবে পঞ্চম উইকেটে খাওয়াজা ও গ্রিন ৮৫ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এখান থেকে অন্তত চারশো রানের ইনিংস গড়াই প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলাররা কি তার আগে অজি ইনিংসে লাগাম পরাতে পারবেন?