এক্সপ্লোর
Advertisement
তৃতীয় টি-২০ ম্যাচে ১৩ রানে জয়, দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
এই প্রথম পাকিস্তানকে তাদের দেশের মাটিতেই সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।
লাহৌর: একদিনের সিরিজ ২-০ ফলে জিতলেও, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ০-৩ ফলে হেরে গেল পাকিস্তান। বুধবার লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ ১৩ রানে জিতল শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। এই প্রথম পাকিস্তানকে তাদের দেশের মাটিতেই সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।
এই ম্যাচের শুরুতে অবশ্য চাপে পড়ে যায় দাসুন শনাকার দল। ৩০ রানের মধ্যে তাদের তিন উইকেট পড়ে যায়। ৫৮ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর ওশাদা ফার্নান্দোর ৭৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভদ্রস্থ রান করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন।
🚨 Sri Lanka win the final T20I and win the series 3-0! 🚨
Oshada Fernando hit 78* and a very disciplined performance from the Sri Lankan bowlers saw Pakistan fall 13 runs short 🔥 pic.twitter.com/hF2wRV4PtV
— ICC (@ICC) October 9, 2019
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ফকর জামানের (০) উইকেট হারায় পাকিস্তান। এরপর অবশ্য পাকিস্তানকে লড়াইয়ে ফেরান বাবর আজম (২৭) ও হ্যারিস সোহেল (৫২)। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পর আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ফলে জয় পায় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। লাহিরু কুমারা ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement