Dilruwan Perera Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা
Dilruwan Perera Retirement: ৩৯ বছরের লঙ্কা ক্রিকেটার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ডকে। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দিলরুয়ান পেরেরার।
কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অফস্পিনার দিলরুয়ান পেরেরা। ৩৯ বছরের এই লঙ্কা ক্রিকেটার তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ডকে। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ” শ্রীলঙ্কা জাতীয় দলের প্রতিনিধিত্ব করা দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর ঘোষণা করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থাকে লেখা চিঠিতে দিলরুয়ান জানিয়েছেন তিনি ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। তার ভবিষ্যৎ জীবনের জন্যে অনেক শুভকামনা রইল।''
Here’s some facts about Dilruwan Perera who announced his retirement. He scored 95 runs on Test debut. Opened batting in an ODI at MCG. Took 12 wickets in a two Test series in 2017 as SL became first team to beat Pakistan in a series in UAE. Fifth most wickets for SL in Tests pic.twitter.com/JSugfUgN99
— Rex Clementine (@RexClementine) January 26, 2022
দিলরুয়ান পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন ২০০৭ সালে। জাতীয় দলের হয়ে এক দশকের বেশি খেলা তারকা অফস্পিনার জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন ২০২১ সালের জানুয়ারি মাসে। বোলার ছাড়াও লোয়ার অর্ডারে পেরেরার ব্যাটের হাতও ছিল প্রশংসনীয়। শ্রীলঙ্কার হয়ে ৪৩টি টেস্টে ১৩০৩ রান সংগ্রহ করবার পাশাপাশি ১৬১টি উইকেট পেয়েছিলেন দিলরুয়ান। সাদা বল ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি। মুরলির পরে দিলরুয়ানই উঠে এসেছিলেন লঙ্কা ক্রিকেটে। কিন্তু সেভাবে নাম করতে পারেননি। পরবর্তী সময়ে উঠে আসেন রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিসের মতো প্রতিভা। স্বাভাবিক ভাবেই জাতীয় দলের হয়ে খুব বেশি সুযোগ পাননি এই তারকা।
আরো পড়ুন: ''মাঠে সবসময় আগ্রাসী কোহলি, মাঠের বাইরে ততটাই নরম'', ফের বিরাট সার্টিফিকেট শাস্ত্রীর