ICC: জুন মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা
ICC Men's Player of the Month: সেখানে প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন অজি দলকে। এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন হেড।
দুবাই: জুন মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ (ICC Player Of The Month) হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। শ্রীলঙ্কার তারকা স্পিনারের সঙ্গে এই দৌড়ে ছিলেন এবার জিম্বাবোয়ের সিন উইলিয়ামস ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। উইলিয়ামস বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। অন্যদিকে ট্রাভিস হেড বর্তমানে অ্যাশেজ খেলতে ব্যস্ত। সেখানে প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন অজি দলকে। এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন হেড।
এই অ্যাওয়ার্ড জয়ের পর হাসারাঙ্গা জানিয়েছেন, ''আমি খুবই খুশি ও সম্মানিত এই অ্যাওয়ার্ড জিতে। এটা খুব ভাল সময় এসেছে। যখন শ্রীলঙ্কা ক্রিকেট উন্নতি করছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছি আমরা।'' উল্লেখ্য, গত মাসে ১০.০০ গড়ে বোলিং করেছিলেন হাসারাঙ্গা। ঝুলিতে পুরে নিয়েছেন ২৬ উইকেট। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। হাসারাঙ্গাই বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন। ২০২২ সালের জুলাইয়ে প্রভাত জয়সূর্য এই অ্যাওয়ার্ড জিতেছিলেন। তার পর প্রথম কোনও লঙ্কা ক্রিকেটার হিসেবে জিতলেন হাসারাঙ্গা এই সম্মান।
জয় বাংলাদেশের
ওয়ান ডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। দেশের মাটিতে আফগানিস্তানের (Ban vs Afg) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ২ ম্যাচে হেরে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্য়াচটি ছিল কার্যত নিয়মরক্ষার। তবে সেই নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে আফগানদের দুরমুশ করল বাংলাদেশ। পেল সান্ত্বনার জয়।
বাংলাদেশ শিবির মনে করছে, এই জয় টি-টোয়েন্টি সিরিজের আগে তাদের বাড়তি অক্সিজেন দেবে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das) ম্য়াচের পর বলেছেন, 'টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয় ছেলেদের সাহায্য করবে। ছেলেরা ভাল খেলেছে। শরিফুল ও তাসকিন নতুন বলে দারুণ বোলিং করছে। মাঝের ওভারগুলোয় স্পিনাররাও খুব ভাল বোলিং করেছে। সব মিলিয়ে দারুণ একটা জয়। টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।'
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। ইনিংসের তৃতীয় ওভারেই আফগান ওপেনার ইব্রাহিম জাদ্রানকে তুলে নেন শরিফুল ইসলাম। সেই ওভারেই রহমত শাহকেও তুলে নেন শরিফুল।