এক্সপ্লোর
Advertisement
কড়া নিরাপত্তায় লাহৌরে পৌঁছল শ্রীলঙ্কা দল
লাহৌর: আট বছর আগে যে লাহৌরে তাদের উপর গুলি ও গ্রেনেড হামলার জেরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেই ফের খেলতে গেল শ্রীলঙ্কা দল। গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। গতকাল রাতে কড়া নিরাপত্তার মধ্যে লাহৌরে পৌঁছয় শ্রীলঙ্কা দল। বিমানবন্দর থেকে একটি বম্ব-প্রুফ বাসে করে শ্রীলঙ্কার ক্রিকেটার, কোচ, কর্তাদের একটি পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হল। তাঁদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় পুলিশের কয়েকশো কম্যান্ডো ও আধাসেনা রেঞ্জারদের। বিমানবন্দর থেকে হোটেলের রাস্তা একঘণ্টা আগে থাকতেই সিল করে দেওয়া হয়।
২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা আক্রান্ত হওয়ার পর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তান সফরে রাজি হচ্ছিল না। তবে এ বছরের পাকিস্তান সুপার লিগের ফাইনাল লাহৌরে হয়। এরপর বিশ্ব একাদশ লাহৌরে তিনটি টি-২০ ম্যাচ খেলে। এই ম্যাচগুলি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এবার পাকিস্তান সফরে এল শ্রীলঙ্কা। ২৪ জনের দলের সঙ্গে এসেছেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়েশেখর ও শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলঙ্গা সুমাথিপালা। তাঁদের স্বাগত জানান লাহৌরের মেয়র মুবাশির জাভেদ ও পিসিবি আধিকারিকরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement