আসন্ন ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ঢুকলেন ফকনার, ছিটকে গেলেন স্টার্ক
মেলবোর্ন: আগামী মাসে ভারতে একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরে এলেন জেমস ফকনার ও নাথান কুল্টার-নাইল। তবে, চোটের কারণে বাদ পড়লেন মিচেল স্টার্ক।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে ভারতে পাঁচটি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষিত দলে ঠাঁই পেয়েছেন অল-রাউন্ডার অ্যাশ্টন অ্যাগার ও হিল্টন কার্টরাইট।
২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ফকনার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন। ২৭ বছরের এই ক্রিকেটার ৬৭ একদিনের ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন।
প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানান, ফকনার একদিনের বিশেষজ্ঞ। পাশাপাশি, ভারতীয় উপ-মহাদেশের পরিবেশ তাঁর ভাল চেনা। বিশেষ করে, গত শ্রীলঙ্কা সফরে ভাল পারফর্ম করেছেন তিনি।
পাশাপাশি, ২৯ বছরের কুল্টার-নাইলকে একদিনের পাশাপাশি টি-২০ দলের জন্যও বাছা হয়েছে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন চোটের কারণে দলে অনিয়মতি হয়ে পড়েছেন তিনি। মাত্র ১৬ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২৭টি।
হন্স জানান, নাথানের ফলে দলের বোলিং বিভাগে বৈচিত্র্য আসবে। তাছাড়া গত আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফর্ম করেছেন। ফলে, আগামী সফরেও তিনি ভাল করার চেষ্টা করবেন বলে আশা করাই যায়।
অন্যদিকে, গত জুন মাসে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক, মোজেস হেনরিক্স, ক্রিস লিন, জন হেস্টিংস ও জেমস প্যাটিনসন। সকলেই চোটের জন্য বাদ পড়েছেন।