এক্সপ্লোর
Advertisement
গতিবেগ ১৪০ কিমি প্রতি ঘণ্টা, বল সোজা এসে লাগল রুটের অ্যাবডমিনাল গার্ডে! (দেখুন ভিডিও)
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড।
ম্যাঞ্চেস্টার: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে থাকতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। স্টিভ স্মিথের দ্বিশতরানের দৌলতে আগে থেকেই ভাল জায়গায় পৌঁছছে অস্ট্রেলিয়া। ৪৯৭ রানের বড় স্কোরের সামনে প্রথম ইনিংসে ৩০১ রান করে ব্রিটিশ দল। অজিদের আগুনে বোলিংয়ের সামনে ৭১ রান করেন জো রুট। খেলেন ১৬৮ ডেলিভারি। ম্যাচের তৃতীয় দিনে মূলত তাঁর এবং ব্রিটিশ ওপেনার ররি বার্নসের পারফর্ম্যান্সের কারণেই লড়াইয়ে থাকে ইংল্যান্ড।
শুক্রবার অজি আক্রমণের সামলাতে গিয়ে বড় আঘাতের থেকে রক্ষাও পান রুট। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আসা মিচেল স্টার্কের ডেলিভারিতে পরাস্ত হয়ে আঘাত পান ব্রিটিশ অধিনায়ক। বল সোজা এসে লাগে তাঁর অ্যাবডমিনাল গার্ডে। পরে দেখা যায়, সেই গার্ড একেবারে মাঝখান থেকে দু ভাগ হয়ে গিয়েছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, অজি আগ্রাসনের সামনে প্রথম ইনিংসে লড়াকু ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়ে ফেরেন জো রুট। তাঁর উইকেট নেন প্যাট কামিন্স। ওল্ড ট্র্যাফোর্ডের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের পর এখনও পর্যন্ত ৩৯ ওভারের খেলা বাকি। জিততে হলে ব্রিটিশদের করতে হবে আরও ২১৭ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার চাই মাত্র ৪ উইকেট।Ouch and ouch again! Joe Root's going wasn't easy! ???? pic.twitter.com/bMXBEIgCyr
— Wide World of Sports (@wwos) September 7, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement