Mary Kom: 'এখনও ১-২ বছর বক্সিং রিংয়ে নিজেকে দেখতে চাই', চোট পেয়েও লক্ষ্যে স্থির মেরি
Mary Kom Injury: ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে হরিয়ানার নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেরি। কিন্তু বাঁ পায়ে হাঁটুতে ও লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। প্রস্তুতি শিবির থেকেই নাম তুলে নিয়েছিলেন।
নয়াদিল্লি: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ ছিল। কিন্তু ফের একবার চোট বাধ সাধল। তাই কমনওয়েলথ গেমসের আগেই ছিটকে গিয়েছেন মেরি কম। কমনওয়েলথের সিলেকশন ট্রায়ালে ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে হরিয়ানার নীতুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেরি। কিন্তু বাঁ পায়ে হাঁটুতে ও লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। প্রস্তুতি শিবির থেকেই নাম তুলে নিয়েছিলেন। একই সঙ্গে স্বপ্ন ভঙ্গ হয়েছিল আগামী কমনওয়েলথ গেমসে খেলার। তবে হাল ছাড়তে নারাজ মেরি। নিজের লক্ষ্যস্থির করে ফেলেছেন এই কিংবদন্তী বক্সার।
কী বলছেন মেরি?
চোট নিয়ে মুখ খুলতে গিয়ে মেরি বলেন, ''এরকম আমার জীবনে আগে হয়নি। কিন্তু কমনওয়েলথ গেমসে খেলতে না পারায় ভীষণ হতাশ। আমি এখনও আশা রাখি যে আমার মধ্যে আরও এক-দু বছরের খেলা বাকি রয়েছে। আমি আবার হয়ত পুরনো ফর্মে ফিরতে পারব। আমি খুব দ্রুত চিকিৎসকদের সঙ্গে কথা বলব। আমার দলের সঙ্গে কথা বলব। আবার আগের মত ফর্মে ফিরতে পারব, এই ব্য়াপারে আমি খুব আশাবাদী। লড়াই করতে হবে আমাকে আরও।''
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যে কমনওয়েলথ গেমসের আসরে ২০১৮ সালে গোল্ডকোস্টে সোনা জিতেছিলেন।
ভারতকে এবার বক্সিং থেকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত জারিন ও লভলিনা বড়গোঁহাই। প্রথম জন কিছুদিন আগেই প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। অন্য়দিকে লভলিনা গত বছর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী।
নজরে নিখাত ও লভলিনা
আগামী মাসের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস। চলবে অগাস্টের ৮ তারিখ পর্যন্ত। নিখাত জারিন কিছুদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি ৫০ কেজি বিভাগে অংশ নেবেন প্রতিযোগিতায়। অন্যদিকে লভলিনা বড়গোঁহাই ৭০ কেজি বিভাগে অংশ নেবেন। নীতু ৪৮ কেজি ও জেইসমিন ৬০ কেজি বিভাগে ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও টোকিও অলিম্পিক্সে সাফল্যের পর এবার কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে পদকের আশা রয়েছে।