জার্মানিতে নানশেল অ্য়াকাডেমিতে অনুশীলন করেন নাগাল। সোমদেব দেববর্মণ এবং ক্রিস্টোফার মারকুইস কিছুদিন তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুশীলন সেরেছিলেন এই টেনিস তারকা। কিন্তু এটিপি ট্যুরে গিয়ে খেলা এবং থাকার জন্য খরচ করতে গিয়ে নাগাল তাঁর পুরস্কারের সব অর্থ খরচ করে ফেলেছেন। নাগাল বলছেন, ''যা আয় করি, তার পুরোটাই খরচ হয়ে যায়। এক জন কোচ নিয়ে গোটা বছর এটিপি ট্যুর করতে আমার ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা খরচ হয়। ফিজিও নিলে সেটার খরচ আলদা। দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় হয়েও খুব বেশি সাহায্য পাই না। আমিই দেশের এক মাত্র সিঙ্গলস খেলোয়াড় যে গ্র্যান্ড স্ল্যামে সুযোগ পাই। কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাই না আমি।'' উল্লেখ্য, চলতি বছরে ২৪টি প্রতিযোগিতায় খেলেছেন নাগাল। সেখান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা আয় করেন তিনি। ইউএস ওপেনের যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে হেরেও ১৮ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। তবে দেশের বাইরে অনুশীলন থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করতে গিয়ে পুরোটাই শেষ। নাগাল নিজেও জানেন না তাঁর ভবিষ্যৎ।
এক্সপ্লোর
Advertisement
Davis Cup: ডেভিস কাপ খেলার জন্য পাকিস্তান যেতে নারাজ সুমিত নাগাল, সাসি মুকুন্দ
Sumit Nagal Update: ভারতের সবচেয়ে সফল টেনিস তারকা সুমিত। তিনি রয়েছেন ১৪১ নম্বরে। ও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাসি৷ তিনি রয়েছেন ৪৭৭ নম্বরে।
নয়াদিল্লি: ডেভিস কাপ (Davis Cip) খেলার জন্য পাকিস্তান যেতে নারাজ ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগাল(Sumit Nagal)। এটিপি সিঙ্গলসের ক্রমতালিকায় ভারতের সবচেয়ে সফল টেনিস তারকা সুমিত। তিনি রয়েছেন ১৪১ নম্বরে। ও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাসি৷ তিনি রয়েছেন ৪৭৭ নম্বরে। সর্বভারতীয় টেনিস ফেডারেশনকে ২ জনই তাঁদের না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সূত্রের খবর, এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে৷
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে রয়েছে ওয়ার্ল্ড গ্রুপের টাই। সেই ম্যাচেই খেলতে নামবেন না সুমিত ও সাসি। তবে ঠিক কেন এমন সিদ্ধান্ত, তা কেউই জানাননি এখনও।
এই মুহূর্তে ভারতের সেরা লন টেনিস তারকা সুমিত নাগাল। আর সেই তিনিই চরম কষ্টে কাটাচ্ছেন জীবন। অবস্থা এমন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা প্রায় নিঃশেষিত হতে চলেছে। এটিপি ট্যুরে প্রতি বছর খেলতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচ। নিজের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাইনে, মহারাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে সাহায্য পান, সব মিলিয়ে এতদিন তা ম্যানেজ করেছেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মুহূর্তে এক লক্ষের থেকেও রয়েছে কম টাকা। মাত্র ৮০০০০ টাকা পড়ে রয়েছে তাঁর ব্যাঙ্কে। সেই টাকা নিয়ে কী ভাবে, কী করবেন, তাই ভেবে পাচ্ছেন না সুমিত নাগাল। দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তাঁর।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাগাল বলেন, ''এই বছরের শুরুতে যে টাকা আমার ব্যাঙ্কে ছিল, এখন সেটাই পড়ে আছে। সেটা ওই ৮০ হাজার টাকা মতো। মহা টেনিস ফাউন্ডেশন আমাকে সাহায্য করে। চাকরি করি যে সংস্থায়, সেখান থেকে প্রতি মাসে আয় করি। কিন্তু কোনও স্পনসর নেই আমার।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement