এক্সপ্লোর
বুমরাহ, মুস্তাফিজুরদের অসাধারণ বোলিং সত্ত্বেও দীপক হুডার দুর্দান্ত ব্যাটিংয়ে মুম্বইকে ১ উইকেটে হারাল হায়দরাবাদ

হায়দরাবাদ: আইপিএল-এর উত্তেজক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে এক উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের নিষ্পত্তি হল শেষ বলে। মুম্বইয়ের হয়ে শেষদিকে জসপ্রীত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেও, দলকে জয় এনে দিতে পারলেন না। ৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে নায়ক হয়ে গেলেন হায়দরাবাদের দীপক হুডা। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই করে ৮ উইকেটে ১৪৭ রান। কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। অধিনায়ক রোহিত শর্মা করেন মাত্র ১১ রান। হায়দরাবাদের হয়ে সন্দীপ শর্মা, বিলি স্ট্যানলেক ও সিদ্ধার্থ কউল দু’টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন হায়দরাবাদের অধিনায়ক শিখর ধবন (৪৫) ও ঋদ্ধিমান সাহা (২২)। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান পাননি। তারই ফলে চাপে পড়ে যায় হায়দরাবাদ। ময়ঙ্ক মার্কণ্ডে চারটি, মুস্তাফিজুর তিনটি এবং বুমরাহ দু’টি উইকেট নেন। যদিও দীপক ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জেতান। শেষ ওভারে ভাল বল করতে পারেননি বেন কাটিং। তার ফলে হায়দরাবাদের জয় সহজ হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















