Super Cup: চার বছর পর কেরলে বসতে চলেছে সুপার কাপের আসর, কবে থেকে টুর্নামেন্টটি শুরু হবে?
Super Cup: ২০১৯ সালে শেষবার আয়োজিত সুপার কাপে এফসি গোয়া টুর্নামেন্ট জিতেছিল। এইবার ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
নয়াদিল্লি: বছর চারেক আগে শেষবার সুপার কাপ (Super Cup) শেষবার আয়োজিত হয়েছিল। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের একবার এ বছর সুপার আয়োজিত হতে চলেছে। কেরলে এপ্রিল মাসের আট থেকে ২৫ তারিখ পর্যন্ত এই বারের সুপার কাপ আয়োজিত হতে চলেছে বলে সরকারিভাবে জানানো হয়। কোচি, তিরুঅনন্তপুরম ও কোজিকোদের মধ্যে যে কোনও দুইটি শহরে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে।
চার বছর পর সুপার কাপ
এই টুর্নামেন্টে মোট ১৬টি দল খেলবে। আইলিগের ১১টি দল সরাসরি সুপার কাপের গ্রুপ পর্বে খেলবে। অপরদিকে, আই লিগজয়ী দলও সরাসরি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে আই লিগের দুই থেকে ১০ নম্বরে থাকা দলগুলি যোগ্যতাঅর্জনপর্বে মুখোমুখি হবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের বাকি চারটি দল নির্ধারিত হবে। আই লিগে নবম ও দশম স্থানে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ মাঠে নামবে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। তৃতীয় থেকে অষ্টম দলটি নক আউট ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।
২০১৯ সালে শেষবার আয়োজিত সুপার কাপে এফসি গোয়া টুর্নামেন্ট জিতেছিল। এআইএফএফের সাধারণ সম্পাদক প্রভাকরণ বলেন, 'চার বছর পর সুপার কাপ ফেরাটা দারুণ খবর। করোনার কারণে আমরা কয়েক বছর এই টুর্নামেন্টের আয়োজন করতে পারিনি। তবে এবার আবার এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে যেটা ভারতীয় ফুটবলের (Indian Football) জন্য ভাল খবর। খেলোয়াড়রা আরও বেশি করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। বিশষ করে কেরলের মতো এক জায়গায় টুর্নামেন্টটি আয়োজিত হবে, এর থেকে ভাল আর কী ই বা হতে পারে। আমি নিশ্চিত আমরা একটা দারুণ টুর্নামেন্টের সাক্ষী থাকব। অংশগ্রহণ করা সকল দলের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
আরও পড়ুন: 'ওঁ আমায় আউট করতে পারে', কোন বোলারকে দেখে এমন উপলব্ধি হয়েছিল রোহিতের?