এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপের সেমিফাইনালে ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে দেখে অবাক হয়েছিলেন, জানালেন যুবরাজ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ভারতের টপ অর্ডারে ধস নেমেছিল। কিউয়ি পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের দাপটে প্রথম ১০ ওভারের মধ্যে ২৪/৪ হয়ে গিয়েছিল ভারত। ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল ও দীনেশ কার্তিক। সেখানেই ম্যাচের ভবিতব্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল।
নয়াদিল্লি: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে দেখে তিনি অবাক হয়েছিলেন বলে জানালেন যুবরাজ সিংহ।
বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ২৪০ রান তাড়া করতে নেমে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত হেরে গিয়েছিল। ছিটকে গিয়েছিল ট্রফির লড়াই থেকে।
২০১১ সালের কাপ জয়ের নায়ক আর কোনও বিশ্বকাপে খেলেননি। যুবরাজ জানিয়েছেন, গত বিশ্বকাপের সেমিফাইনালে ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনি বিস্মিত হয়েছিলেন। যুবরাজ বলেছিলেন, ‘এমএস-কে সাতে ব্যাট করতে নামতে দেখে হতবাক হয়েছিলাম। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হওয়ায় ওর অনেক ওপরে ব্যাট করা উচিত ছিল। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভেবেছিল।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ভারতের টপ অর্ডারে ধস নেমেছিল। কিউয়ি পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের দাপটে প্রথম ১০ ওভারের মধ্যে ২৪/৪ হয়ে গিয়েছিল ভারত। ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল ও দীনেশ কার্তিক। সেখানেই ম্যাচের ভবিতব্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল।
ক্রিকেটবিশ্বকে হতবাক করে দিয়ে ঋষভ পন্থকেও ধোনির আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল। সাত নম্বরে নেমেছিলেন ধোনি। রবীন্দ্র জাডেজার সঙ্গে তাঁর ১১৬ রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনলেও শেষরক্ষা হয়নি।
চার নম্বরে কে সঠিক বিকল্প হবে, গোটা বিশ্বকাপে সেই সংশয় দূর করতে না পারার জন্য টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন যুবরাজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement