Suryakumar Yadav: তাঁকে দিয়ে ওপেন করানোয় উঠেছিল প্রশ্ন, ম্যাচ সেরা হয়ে কী বললেন সূর্যকুমার?
IND vs WI 3rd T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের দ্রুততম অর্ধশতরান করেন সূর্যকুমার যাদব। ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলায় তাকে ম্যাচ সেরা ঘোষণা করা হয় ।
সেন্ট কিটস: ওয়েস্ট ইন্ডিন্জ সফরের আগে ভারতের নিয়মিত ওপেনার কেএল রাহুল চোট সারিয়ে ফিরতে না পারায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামার সুযোগ দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পর সূর্যকে ওপেনার হিসাবে খেলানো নিয়ে প্রশ্নও উঠেছিল বটে।
দায়িত্ব নিয়ে ব্যাটিং
তবে মঙ্গলবার (২ অগাস্ট) তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs WI 3rd T20I) জ্বলে উঠল সূর্যর ব্যাট। ১৬৫ রানের বেশ চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা পায় ভারত। রোহিত শর্মা চোটের জেরে মাঠ ছাড়েন। তবে রোহিতের অনুপস্থিতি কার্যত বুঝতেই দিলেন না সূর্যকুমার। দায়িত্ব নিয়ে ৪৪ বলে ৭৬ রানের অনবদ্য এক ইনিংস খেললেন তিনি। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারায় সন্তুষ্ট সূর্য নিজেও। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি ভীষণ খুশি। রোহিত সাজঘরে ফেরত যাওয়ার পর একজনের ১৫ থেকে ১৭ ওভার পর্যন্ত খেলা ভীষণ জরুরি ছিল। বিশেষত পিচটাও যেহেতু মন্থর প্রকৃতির ছিল, তাই শেষ পর্যন্ত সেট ব্যাটারকে টিকে থাকতে হত। আমি নিজের স্বাভাবিক খেলা খেলে দলকে জয় এনে দিতে পারায় খুশি।'
সূর্যকুমারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের এটি দ্রুততম অর্ধশতরান। এর জেরে তিনি ম্য়াচ সেরাও নির্বাচিত হন। গত দুই ম্যাচে ব্যর্থতার পর তাঁর ওপেনিং করা নিয়ে প্রশ্ন উঠলেও, সূর্য কিন্তু ওপেন করে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি জানান, 'এই ভূমিকাটা আমার অচেনা নয়। আগে আইপিএলেও তো আমি ওপেন করেছি। নিজের দক্ষতার ওপর আস্থা ছিল এবং এই নতুন ভূমিকা সত্যি বলতে আমি বেশ উপভোগই করছি।'
ব্যর্থ শ্রেয়স
সূর্যকুমার যাদবের পাশাপাশি এদিন ব্য়াট হাতে ঋষভ পন্থও প্রভাবিত করেন। দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় সুনিশ্চিত করেন ভারতের তারকা কিপার-ব্যাটার। ২৬ বলে তার সংগ্রহ ৩৩ রান। তবে এদিন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফের একবার হতাশ করেন। সূর্যর সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়লেও, শ্রেয়সকে একেবারেই ছন্দে দেখায়নি। তিনি ২৪ রান করলেও, তা আসে ২৭ বলে। ফলে ফের একবার তার জায়গা নিয়ে প্রশ্ন উঠাটা খুবই স্বাভাবিক। পরের ম্যাচে শ্রেয়স প্রথম একাদশে সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন:চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, ম্যাচের পর নিজের ফিটনেস নিয়ে কী বললেন রোহিত?