Susmita Debnath: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা
Asia Pacific Yoga: শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন (Asia Pacific Yoga) প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। সাফল্যের পর উচ্ছ্বাসে ভাসছেন।
কলকাতা: একটা সময় অর্থের অভাবে তাঁর শ্রীলঙ্কা সফর নিয়েই ছিল ঘোর অনিশ্চয়তা। যে খবর প্রকাশিত হয়েছিল এবিপি আনন্দে। সেই খবর পড়ে অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। শ্রীলঙ্কার মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নপূরণ হয়েছিল হাওড়ার উদয়নারায়ণপুরের কন্যার।
ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন সুস্মিতা দেবনাথ (Susmita Debnath)। শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন (Asia Pacific Yoga) প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। সাফল্যের পর উচ্ছ্বাসে ভাসছেন। সুন্দর মুখে স্বস্তির হাসি ছড়িয়ে পড়ছে।
দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন হাওড়ার মেয়ে সুস্মিতা। তবে সেই প্রতিযোগিতায় অংশ নিতে মায়ের গয়না বন্ধক রেখে টাকা ঋণ নিতে হয়েছিল তাঁকে। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থভাবে তাঁর শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে সুস্মিতা পাশে পেয়ে যান সাধারণ মানুষকে। অনেকেই অর্থসাহায্য সহ তাঁর দিকে উৎসাহের হাত বাড়িয়ে দেন।
হতাশ করেননি সুস্মিতা। শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে তাঁর ওপর সকলের আস্থার মর্যাদা রেখেছেন। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা। ট্র্যাডিশনাল ইভেন্টে অল্পের জন্য পিছিয়ে পড়ে রুপো জিতেছেন বঙ্গকন্যা।
কলম্বো থেকে এবিপি আনন্দকে সুস্মিতা জানালেন, জোড়া পদক জিতে তিনি খুশি। বলছিলেন, 'আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছি। ট্র্যাডিশনাল ইভেন্টে রুপো পেয়েছি। এত মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। সকলের জন্য পদক জিততেই হবে, এমন শপথ নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলাম।'
শ্রীলঙ্কার টুর্নামেন্টে শুধু রেজিস্ট্রেশনের খরচ ছিল ৫৫ হাজার টাকা। সঙ্গে যাতায়াত সহ অন্যান্য খরচ। তবে সুস্মিতার পাশে দাঁড়ান অনেকে। কলেজের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ, একাধিক সংস্থার কর্ণধারেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মুর্শিদাবাদের দেবজ্যোতি বসুমল্লিক, জাভিদ সাবির, সোদপুরের রাজু, চিকিৎসক অজিত মাইতি - অপরিচিত বা স্বল্প পরিচিতরা রাতারাতি হয়ে উঠেছিলেন সুস্মিতার পরমাত্মীয়। শ্রীলঙ্কা সফরের পৃষ্ঠপোষক।
কাউকে হতাশ করেননি হাওড়ার উদয়নারায়ণপুরের কন্যা। তাঁর সাফল্যেই কলম্বোর মাটিতে উড়ছে তেরঙ্গা। ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'লেহরা দো...'।
আরও পড়ুন: ফুটপাতেই খাবার বেচে সংসার চালান, স্থায়ী দোকানের খোঁজে প্রতিবাদের মুখ হয়ে ওঠা শিলাদিত্য