এক্সপ্লোর
Advertisement
প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা বাংলার স্বপ্না বর্মনের
জাকার্তা: এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন। ৬,০২৬ পয়েন্ট অর্জন করে প্রথম ভারতীয় হিসেবে এশিয়াডে হেপ্টাথলনে সোনা পেলেন ২১ বছর বয়সি এই অ্যাথলিট। এর আগে এই ইভেন্ট থেকে পদক এনেছিলেন বাংলার সোমা বিশ্বাস এবং কর্ণাটকের জে জে শোভা ও প্রমীলা আয়াপ্পা। আজ তাঁদের ছাপিয়ে গেলেন জলপাইগুড়ির স্বপ্না।
দু’দিন ধরে চলা প্রতিযোগিতায় দাঁতের যন্ত্রণা উপেক্ষা করেই সফল হলেন স্বপ্না। তিনি ১,০০৩ পয়েন্ট পেয়ে হাইজাম্প ও ৮৭২ পয়েন্ট পেয়ে জ্যাভলিন থ্রোতে এক নম্বরে ছিলেন। শটপাট (৭০৭ পয়েন্ট) ও লংজাম্পে (৮৬৫ পয়েন্ট) দ্বিতীয় হন স্বপ্না। ১০০ মিটার দৌড়ে (৯৮১ পয়েন্ট) পঞ্চম ও ২০০ মিটার দৌড়ে (৭৯০ পয়েন্ট) পেয়ে সপ্তম স্থানে ছিলেন। ৮০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান সোনা নিশ্চিত করেন স্বপ্না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement