Syed Mustaq Ali Exclusive: নক আউটে অভিমন্যু-ঈশানকে পাচ্ছে না বাংলা, দলে শ্রীবৎস
Syed Mushtaq Ali T20: মরণ-বাঁচন ম্যাচে দাপট দেখিয়ে নক আউটে পৌঁছনোর পরও অস্বস্তিতে বাংলা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অভিমন্যু ঈশ্বরণ ও ঈশান পোড়েলকে পাবে না তারা।

কলকাতা: মরণ-বাঁচন ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে নক আউটে পৌঁছনোর পরও অস্বস্তিতে বাংলা শিবির। কারণ, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (Syed Mushtaq Ali T20) কোয়ার্টার ফাইনালে অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও ঈশান পোড়েলকে (Ishan Porel) পাবে না বাংলা।
দুজনই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন। ১৭ নভেম্বর ব্লুমফন্টেনের উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন তাঁরা। ২৩ নভেম্বর থেকে ব্লুমফন্টেনে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচ ভারতের। অন্যদিকে, নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় আগামী ১৮ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে নামবে বাংলা।
গ্রুপ পর্বে কর্নাটকের বিরুদ্ধে ডু অর ডাই পরিস্থিতিতে বাংলাকে ম্যাচ জিতিয়েছিল অভিমন্যুর চওড়া ব্যাট। অপরাজিত হাফসেঞ্চুরি করেছিলেন বঙ্গ ওপেনার। তার আগের ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধেও রান করেছিলেন অভিমন্যু। তাঁকে পাওয়া যাবে না বলে স্বাভাবিকভাবেই হতাশ বঙ্গ শিবির। দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলছেন, 'দারুণ ছন্দে ছিল অভিমন্যু। প্রথম একাদশে ফিরে পরপর দুই ম্যাচে দারুণ ব্যাট করেছে। কর্নাটকের বিরুদ্ধে আগের ম্যাচে হাফসেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিল। আত্মবিশ্বাসে ফুটছিল। এরকম পরিস্থিতিতে ওকে না পেলে সেটা তো বাংলার বড় ক্ষতি বটেই।'
অভিমন্যু ও ঈশানের বদলি হিসাবে শ্রীবৎস গোস্বামী ও গীত পুরীকে দলে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের সদস্য শ্রীবৎসকে দলে না নেওয়ায় গ্রুপ পর্বের আগে বিস্তর সমালোচনা হয়েছিল। অবশেষে নক আউটে সুযোগ পেলেন উইকেটকিপার-ব্যাটার।
বুধবার সন্ধ্যার বিমানে নয়াদিল্লি উড়ে যাচ্ছে বাংলা দল। ১৮ নভেম্বর কোয়ার্টার ফাইনালে সুদীপ চট্টোপাধ্যায়দের প্রতিপক্ষ হবে কর্নাটক ও সৌরাষ্ট্র ম্যাচের বিজয়ী দল। যারা প্রি-কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ, শেষ আটের ম্যাচে ফের একবার মণীশ পাণ্ডেদের মুখোমুখি হতে পারে বাংলা।
এদিকে, বুধবার দলের সঙ্গে নয়াদিল্লি যাচ্ছেন না ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে সুযোগ পেলে তাঁকেও নক আউটে পাবে না বাংলা। আপাতত টেস্টের দল ঘোষণা হওয়ার অপেক্ষায় বাংলা শিবির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
