T20 World Cup 2022: শেষ লগ্নে কাদের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত? জানাল আইসিসি
T20 WC: বিশ্বকাপের সুপার ১২-র দলগুলি অক্টোবর ১৭ থেকে অক্টোবর ১৯-র মধ্যে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানায় আইসিসি। বাকি দলগুলি ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে।
দুবাই: আর মাত্র মাসখানেকের অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টির (T20 World Cup 2022) বিশ্বখেতাব জয়ের লক্ষ্য়ে নেমে পড়বে দলগুলি। বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই ধীরে ধীরে চড়তে শুরু করে দিয়েছে। এরই মাঝে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হল বিশ্বকাপের ঠিক আগে কোন দলগুলি কাদের বিরুদ্ধে খেলে নিজেদের শেষ লগ্নের প্রস্তুতি সারবে।
বিশ্বকাপে অংশ নিতে চলা ১৬টি দলের সবকয়টি প্রস্তুতি ম্যাচই আয়োজিত হবে মেলবোর্ন বা ব্রিসবেনে। প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা দলগুলির টুর্নামেন্ট কিছুটা আগে শুরু হবে। তাই তারা ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এমসিজি এবং জাংশন ওভালে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলবে। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি পর্ব। জাংশন ওভালে হবে এই ম্যাচটি। তবে সুপার ১২-তে আগে থেকেই কোয়ালিফাই করে যাওয়া ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলি ব্রিসবেনেই সরাসরি নিজেদের ম্যাচ খেলবে।
কাদের বিরুদ্ধে খেলবে ভারত?
অন্যরা দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেললেও অবশ্য আয়োজক দেশ তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু একটি প্রস্তুতি ম্যাচই খেলবে। গাব্বায় ১৭ অক্টোবর টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) বিরুদ্ধে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নাররা। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অবশ্য এই ম্যাচের দুই দিন পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই মাঠে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। দু'টি ম্যাচ শুরু হবে যাথাক্রমে স্থানীয় সময় দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে।
বিশ্বকাপের আগে দুই সিরিজ
তবে এই প্রস্তুতি ম্যাচগুলি কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের তকমা পাবে না। অতীতে বিশ্বকাপে বারংবার কিউয়িদের বিরুদ্ধে হতাশাই হাতে লেগেছে ভারতের, তাই তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় একদিকে ভালই হল টিম ইন্ডিয়ার। অবশ্য এই প্রস্তুতি ম্যাচগুলির আগে, চলতি এশিয়া কাপের পরেও ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি সারতে দুইটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই দুই সিরিজ বিশ্বকাপের আগে ভারতকে প্রস্তুত হতে সাহায্যই করবে। বিশ্বকাপের মূলপর্ব শ্রীলঙ্কা বনাম নামিবিয়া ম্য়াচ দিয়ে ১৬ অক্টোবর শুরু হবে।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ভারত, কোথায় দেখবেন রশিদ বনাম রোহিতের লড়াই?