Team India New Jersey: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কোন জার্সি পরে নামবেন বিরাটরা?
Team India New Jersey: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে নতুন জার্সি পরেই মাঠে নামবে ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে নতুন জার্সি পরেই মাঠে নামবে ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে। তবে কোন জার্সি পরে মাঠে নামবেন তাঁরা, তা জানা যাবে আগামী ১৩ অক্টোবর।
If you are a HUGE Cricket fan like us, this is the moment we've all been waiting for! A jersey reveal like never before. Are you game? Join our Insta Live on 13th October 22:40 hrs & show your support for Team India 🥳 pic.twitter.com/ueQXKZV2P2
— MPL Sports (@mpl_sport) October 8, 2021
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিসিআইয়ের তরফে একটি ট্যুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে, ''এই মুহূর্তটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমাদের সঙ্গে আগামী ১৩ অক্টোবর যোগ দিন এমপিল স্পোর্টসে।''
এই মুহূর্তে রেট্রো জার্সি পরেই মাঠে নামেন বিরাটরা। ১৯৯২ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারতীয় দলের যেমন জার্সি ছিল, তেমনই। গতবছরের অস্ট্রেলিয়া সিরিজ থেকে সেই জার্সির আদলেই মাঠে নামছেন বিরাট কোহলিরা। অনেকেই ভেবেছিলেন এই জার্সি পরেই হয়ত সেখানেও নামবেন বিরাট কোহলিরা৷ কিন্তু, বোর্ড অবশ্য অন্য রাস্তাতেই হেঁটেছে৷ রেট্রো নয়, বিশ্বকাপের মঞ্চে নতুন জার্সি পরে নামবেন বিরাটরা৷। ফের কি পুরনো জার্সিতেই ফিরবে বিসিসিআই। তা হয়ত জানা যাবে কিছুদিন পরেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে রবিবার। ২৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির যে সমস্ত অংশের টিকিট বিক্রি করা হয়েছে, সেই জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্ল্যাটিনাম, সব টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছে। বহু ভক্তই টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় হাহুতাশ করেছেন।