T20 WC, Ind vs AFG: আজ বিশ্বকাপে সামনে আফগানরা, নজরে থাকবে এই ডুয়েলগুলো
T20 WC, Ind vs AFG: এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে।
আবু ধাবি: টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে। তারপরেও রান-রেট সহ নানা হিসেব থাকবে। আর আজ যদি ভারত হেরে যায়, তাহলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক আর নজর থাকবে কোন সেরা চার ডুয়েলের দিকে --
বিরাট কোহলি বনাম রশিদ খান: বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স এখনও পর্যন্ত একদমই ভাল নয়। কিন্তু এরমধ্যেও কোহলির ঝুলিতেই রয়েছে ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি রান। ২ ম্যাচে করেছেন ৬৬ রান। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরানও করেছেন। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে রান পাননি। ইশ সোধির স্পিনের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে। এবার সামনে আফগানিস্তানের রশিদ খান। রশিদের ১৯টি ডেলিভারি খেলেছেন বিরাট গত আইপিএলে এখানকার পিচেই। মাত্র ১৮ রান করেছেন। উলটোদিকে রশিদের ঝুলিতে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত রয়েছে ৭ উইকেট। বুধবার বিরাট-রশিদ ডুয়েলের দিকে নজর থাকবেই।
রোহিত শর্মা বনাম নবীন উল হক: চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত বড় রান পাননি রোহিত। কিন্তু আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করে ফর্মে ফেরার চেষ্টা করবেন হিটম্যান। ২২ বছরের আফগান পেসার নবীন উল হকের দ্রুত গতির পেসের সামনে ওপেনে নামা রোহিত কতটা সাবলীলভাবে খেলেন, তা দেখার। কারণ পাকিস্তানের বিরুদ্ধে শাহিন আফ্রিদির পেসের সামনেই ব্যর্থ হতে হয়েছিল রোহিতকে। নিঃসন্দেহে উত্তেজক লড়াই হতে চলেছে ২২ গজে দুজনের মধ্যে।
মহম্মদ শেহজাদ বনাম যশপ্রীত বুমরা: নতুন বলে যশপ্রীত বুমরা ও আফগানিস্তানের ওপেনার মহম্মদ শেহজাদ ২ জনের লড়াইটা বেশ উত্তেজক হতে চলেছে। বুমরার সুইংয়ের সামনে আক্রমণাত্মক শেহজাদের ব্যাট কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা দেখার।
মহম্মদ নবি বনাম রবীন্দ্র জাদেজা: চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাটে- বলে কোনও কিছুতেই নিজেকে মেলে ধরতে পারেননি জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে প্রচুর রান খরচ করেছেন। চেন্নাইয়ের হয়ে যেই ফর্মে ছিলেন আইপিএলে, তার ধারেকাছে তিনি ছিলেন না শেষ ২ ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ২ ম্যাচে ২৩ রান দিয়েছেন। ব্যাট হাতে ২ ম্যাচে মাত্র ৩৯ রান করেছেন। অন্যদিকে আফগানিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের অধিনায়ক মহম্মদ নবি।