![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Quinton de Kock: হাঁটু গেড়ে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নারাজ, কী শাস্তি পেতে চলেছেন কুইন্টন ডি কক?
Quinton de Kock: এমনকী ম্যাচও খেলতে রাজি হননি প্রোটিয়া ওপেনার। সেই ইস্যুতেই এক বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
![Quinton de Kock: হাঁটু গেড়ে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নারাজ, কী শাস্তি পেতে চলেছেন কুইন্টন ডি কক? T20 World Cup 2021: Quinton de Kock pulls out of South Africa against West Indies after refusing to take knee support of BLM Quinton de Kock: হাঁটু গেড়ে বর্ণবিদ্বেষের প্রতিবাদে নারাজ, কী শাস্তি পেতে চলেছেন কুইন্টন ডি কক?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/a7ec51bd4fdbe06dfe3ef70a850f2236_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে চাননি। এবার কী তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে? তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড? মঙ্গলবার ডি ককের প্রতিবাদে সামিল না হওয়ার বিষয়টি ভালভাবে নেয়নি প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এমনকী ম্যাচও খেলতে রাজি হননি প্রোটিয়া ওপেনার। সেই ইস্যুতেই এক বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেখানে লেখা হয়েছে, ‘বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সব ম্যাচের আগে হাঁটু গেড়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত সোমবার নিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। খেলোয়াড়দের পছন্দ, স্বাধীনতা সহ সমস্ত প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করার পরেই বোর্ড স্পষ্ট করে জানিয়েছিল যে, দলের সব প্লেয়ারদের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।’ কিন্তু ডি কক নাকি তেমনটা করতে চাননি। আর তার জন্য ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠতেই ফের একবার প্রোটিয়া ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একটি রিপোর্টের জন্য অপেক্ষা করবে।''
এদিকে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হলেও দ্বিতীয় ম্যাচেই জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৪৩/৮ রান ব্যাট হাতে ক্যারিবিয়ান ইনিংসকে টানেন এভিন লুইস। ইনিংস ওপেন করতে নেমে ৩৫ বলে ৫৬ রান করলেন তিনি। লুইসের ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। তবে দক্ষিণ আফ্রিকার আঁটসাঁট বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজের আর এক ওপেনার লেন্ডল সিমন্স শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। তিনি ৩৫ বলে খেলে মাত্র ১৬ রান করে আউট হয়ে যান। সিমন্স অনেক বল নষ্ট করার ফলে লুইসের ঝোড়ো ইনিংসের ফায়দা পুরোপুরি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে কায়রন পোলার্ড ২০ বলে ২৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ডোয়েইন প্রিটোরিয়াস ১৭ রানে তিনটি ও কেশব মহারাজ ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট কাগিসো রাবাডা ও আনরিক নোখিয়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)