Bhuvneshwar Kumar T20I Record: বল হাতে অনবদ্য ফর্মে ভুবনেশ্বর কুমার, গড়ে ফেললেন বিশ্বরেকর্ড
Bhuvneshwar Kumar: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের বোলিং ইনিংসের প্রথম বলেই উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এই ওভারেই বিশ্বরেকর্ড গড়েন ভারতের তারকা বোলার।
মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) ফর্ম নিয়ে অনেক বিশেষজ্ঞই প্রশ্ন তুলেছিলেন। তবে বল হাতে অজিভূমে আগুনে ফর্মে রয়েছেন ভুবনেশ্বর। তাঁর বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ব্যাটাররা রান করতেই কার্যত হিমশিম খাচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) সুপার ১২-র শেষ ম্যাচেই এক বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন ভারতের তারকা বোলার।
ভুবির বিশ্বরেকর্ড
জিম্বাবোয়ের বিরুদ্ধে রবিবার ভারতের বোলিং ইনিংস শুরু করেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম বলেই জিম্বাবোয়ে ওপেনার ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফেরান ভুবি। ওই ওভারে জিম্বাবোয়ে এক রানও করতে পারেনি। মেডেন ওভার বল করেন ভুবনেশ্বর। এই মেডেন ওভারের সুবাদেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারতের তারকা বোলার। পিছনে ফেললেন তাঁর জাতীয় দলের সতীর্থকে। এই ওভার নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০টি মেডেন ওভার বল করে ফেললেন ভুবনেশ্বর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে পূর্ণ সদস্যের দলগুলির আর কোনও বোলারের দখলে এত মেডেন ওভার করার কৃতিত্ব নেই।
ভুবনেশ্বর আরেক ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরাকে পিছনে ফেললেন। বুমার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট নয়টি মেডেন ওভার করেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন আরও দুই এশিয়ান বোলার। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার নুুয়ান কুলসেকারা, উভয়েই ছয়টি মেডেন ওভার বল করেছেন। অবশ্য টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক ২৭টি মেডেন ওভার করার কৃতিত্ব রয়েছে সুনীল নারিনের দখলে। তাঁর পরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তিনি ২৩টি মেডেন ওভার করেছেন। ভুবনেশ্বর মোট ২১টি মেডেন ওভার করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। বুমরা রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর দখলে মোট ১৯টি মেডেন ওভার করার কৃতিত্ব রয়েছে।
ভারতের জয়
প্রসঙ্গত, এদিন জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮৬/৫। ২৫ বলে অপরাজিত ৬১ রান করেন সূর্য। জবাবে ১১৫ রানেই শেষ হয়ে গেল জিম্বাবোয়ের ইনিংস। ভারতের হয়ে এদিন রবিচন্দ্রন অশ্বিনই সর্বাধিক তিন উইকেট নেন। এই জয়ের ফলে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছল ভারত। টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে।
আরও পড়ুন: রাবার বলে খেলেই স্কুপ শটে হাত পাকানো, রহস্য ফাঁস করলেন ম্যাচের নায়ক সূর্যকুমার