Litton Das Run Out: রাহুলের অনবদ্য থ্রোয়ে লিটনের রান আউটেই কি বদলে গেল ম্যাচের রং?
IND vs BAN: ম্যাচের অষ্টম ওভারে মিড উইকেট থেকে দুরন্ত থ্রোয়ে ৬০ রানেই লিটন দাসকে সাজঘরে ফেরান কেএল রাহুল। লিটনের আউটের পরেই নিরন্তর ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-এ নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিরুদ্ধে (IND vs BAN) মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শেষ ওভার পর্যন্ত বাংলাদেশি ব্যাটাররা লড়াই করলেও, শেষমেশ হতাশই হতে হল তাঁদের। পাঁচ রানে পরাজিত হল বাংলা টাইগাররা। লিটন দাসের (Litton Das) অনবদ্য ৬০ রানের ইনিংসও কাজে দিল না। লিটনের আউটটাই কি বদলে দিল ম্যাচের রং?
রাহুলের দুরন্ত থ্রো
১৮৫ রান তাড়া করতে নেমে লিটন দাস আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা শুরু করেন। মাত্র ২১ বলেই অর্ধশতরান পূরণ করে ফেলেন বাংলাদেশি ব্যাটার। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য পরিবর্তিত হয়। ১৬ ওভারে টাইগারদের জয়ের জন্য ১৫১ রানের প্রয়োজন ছিল। বৃষ্টিতে ম্যাচ থেমে থাকলেও, তা লিটনের ওপর কোনওরকম প্রভাব ফেলেনি। দারুণ ছন্দেই দেখাচ্ছিল বাংলাদেশ তারকাকে। লিটনের ইনিংসও ক্রমেই চাপ বাড়াচ্ছিল ভারতের। তবে ম্যাচের অষ্টম ওভারেই দুরন্ত ছন্দে দেখানো লিটনকে সাজঘরে ফেরান কেএল রাহুল (KL Rahul)। মিড উইকেট থেকে ডাইরেক্ট থ্রোয়ে লিটনকে আউট করেন রাহুল।
View this post on Instagram
লিটনের আউটের পরেই ছন্দপতন
রান নিতে গিয়ে লিটন ক্ষণিকের জন্য ইতস্তত করেন। হালকা পাও পিছলে যায় তাঁর। ফলে ঝাঁপ দিয়েও কোনওরকমভাবেই ক্রিজে পৌঁছতে পারেননি লিটন। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এই রান আউটের পরেই বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশই চাপে পড়ে যায় বাংলা টাইগাররা। শেষমেশ নুরুল হাসান ও তাসকিন আমেদ যথাক্রমে ২৫ ও ১২ রানে অপরাজিত থেকে লড়াই চালালেও, বাংলাদেশকে জেতাতে পারেননি। ১৪৫ রানেই থামতে হয় বাংলাদেশকে। ৫ রানে ম্যাচ জেতে ভারত। লিটনের রান আউটটাই দিনের শেষে ম্যাচের রং বদলে দিল বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন।
আরও পড়ুন: কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠেই মেজাজ হারালেন কার্তিক