Dinesh Karthik Run Out: কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠেই মেজাজ হারালেন কার্তিক
Dinesh Karthik: ফিটনেস সমস্যা দূর করে বাংলাদেশ ম্যাচে মাঠে নামলেও, মাত্র সাত রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন দীনেশ কার্তিক।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ম্যাচের আগে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ফিটনেস নিয়ে চর্চার অন্ত ছিল না। তবে জল্পনা শেষ করে ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছেন কার্তিক। অবশ্য মাঠে নামলেও, ব্যাট হাতে সাত রানের বেশি করতে পারলেন না ডিকে। মাত্র সাত রানেই রান আউট হয়ে সাজঘরে ফিরতে হল তাঁকে। রান আউট হয়ে বিরাট কোহলির (Virat Kohli) ওপর মাঠের মাঝেই মেজাজ হারালেন ভারতের তারকা কিপার ব্যাটার।
ক্ষুব্ধ কার্তিক
ইনিংসের ১৭তম ওভারে কোহলি শরিফুলের বলে কভার ড্রাইভ মারেন কোহলি। তা সোজা ফিল্ডারের হাতেই যায়। তবে রান নিতে উদ্যত দুই তারকা শুরুতে রানের জন্য দৌড়নোর কল করলেও, কোহলি কার্তিককে ফেরত পাঠান। তবে ততক্ষণে দেরী হয়ে গিয়েছিল। শরিফুল কভারের ফিল্ডারের থেকে বল হাতে পেয়ে উইকেট ভেঙে দেন। সাত রানেই রান আউট হন কার্তিক। রান আউট হওয়ার পরেই মাঠে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দুই তারকাই। কার্তিককে বেশ হতাশই দেখায়। অবশেষে কার্তিক আউট হলেও ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে।
View this post on Instagram
ভারতের ব্যাটিং ইনিংস
অ্যাডিলেড বরাবরই বিরাটের পয়মন্ত মাঠ। এই মাঠে দারুণ রেকর্ড কোহলির। সেই অ্যাডিলেডে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন কিং কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন কোহলি। অন্যদিকে ৩২ বলে ৫০ রান করে সমালোচনার জবাব দিলেন রাহুল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আকাশের মুখ ভার। বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস নিয়ম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই টস জিতলে যে কোনও দলই প্রথমে ফিল্ডিং করে নিতে চাইতো। যাতে পরে ব্যাট করলে অঙ্ক কষে রান তাড়া করা যায়। তার ওপর মেঘলা আবহাওয়ায় পেসারদের সুবিধা পাওয়ার কথা। তাই ফিল্ডিং নিতে দুবার ভাবেননি শাকিব।
ভারতের ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। একবার ক্যাচ দিয়ে বেঁচেছিলেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত শর্মা। মাত্র ২ রান করে ফেরেন তিনি। তবে ইনিংসের হাল ধরে নেন রাহুল ও কোহলি। এই ম্যাচের আগে চলতি বিশ্বকাপে তিন ইনিংসে রাহুলের মোট রান ছিল ২২। যথাক্রমে ৪, ৯ ও ৯ রান করেছিলেন তিনি। তাঁকে বাদ দিয়ে ঋষভ পন্থকে খেলানোর দাবি উঠেছিল। কিন্তু রাহুলে আস্থা দেখিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল হাফসেঞ্চুরি করে তার মর্যাদাও দেন। রাহুল ফেরার পর ব্যাটে ঝড় তোলেন সূর্যকুমার যাদব। যাঁকে অনেকে ভারতীয় দলের গেমচেঞ্জার বলছেন। মাত্র ১৬ বলে ৩০ রান করেন সূর্য।
আরও পড়ুন: ফর্মে ফিরলেন রাহুল, বাংলাদেশের বিরুদ্ধে হাঁকালেন দুরন্ত অর্ধশতরান