MS Dhoni : 'আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল', 'বিশ্বকাপ ফিরিয়ে আনার' জন্য টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরালেন ধোনি
IND vs SA, T20 World Cup 2024 Final: শেষমেশ খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে শেষ মুহূ্র্তে নাটকীয় পটপরিবর্তন দেখল ক্রিকেট-ভক্তরা।
নয়াদিল্লি : টিম ইন্ডিয়া ও তার অসংখ্য ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হল। ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই ২০১৩ সালে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ধোনি-বাহিনী। সেই মুহূর্তে সম্ভবত কেউই অনুমান করেননি যে, আরও একটা বড় ট্রফি জয় করতে আরও ১১টা বছর অপেক্ষা করতে হবে। যদিও 'সবুরে মেওয়া ফলল।' ভারতীয় দলে প্রতিভা নিয়ে কোনও দিনই কারও সংশয় ছিল না। ক্রমাগত একের পর এক বড় টুর্নামেন্টে নক-আউটেও পৌঁছেছে। কিন্তু, শেষ মুহূর্তে গিয়ে বারবার তরী ডুবে যাচ্ছিল।
২৯ জুন, ২০২৪-এ অবশ্য তার পুনরাবৃত্তি হল না। শেষমেশ খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ জিতে নিল রোহিত শর্মারা। ফাইনাল ম্যাচে শেষ মুহূ্র্তে নাটকীয় পটপরিবর্তন দেখল ক্রিকেট-ভক্তরা। হাল না ছেড়ে সমানে লড়াই দিয়ে গেলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। যার ফলও পেলেন। কার্যত জয়ের দোরগড়ায় পৌঁছে যাওয়া প্রোটিয়াদের খালি হাতে ফিরিয়ে দিল মেন ইন ব্লু। জয়ের জন্য একসময় দক্ষিণ আফ্রিকার ২৪ বলে ২৬ রান প্রয়োজন ছিল। সেই সময় শুরু হয় বুমরা-ম্যাজিক। যাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা জোরে বোলার বলা হচ্ছে। কেন এই তকমা তাঁকে দেওয়া হয় তা আরও একবার প্রমাণ করলেন তিনি। শেষের দিকে সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। অর্শদীপ সিং ও হার্দিক পাণ্ড্যর জন্য কাজটা অনেকটা সহজ করে যান। ভারতকে আরও বেশি করে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। আর এই দলগত প্রচেষ্টার ফসল টি২০ বিশ্বকাপ।
ভারতের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ধোনি। প্রশংসায় ভরিয়ে দিলেন টিম ইন্ডিয়াকে। প্রাক্তন ভারত অধিনায়ক ইন্সটাগ্রাম পোস্টে লিখলেন, '২০২৪-এর চ্যাম্পিয়ন। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থাকার জন্য বাহবা প্রাপ্য তোমাদের, নিজেদের ওপর বিশ্বাস রেখেছ এবং যেটা করার সেটাই করেছ। বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত ভারতীয়র তরফে তোমাদের ধন্যবাদ। অভিনন্দন। আরে...জন্মদিনে মূল্যবান উপহারের জন্য ধন্যবাদ।'
After India won the T20 World Cup trophy, former Indian skipper MS Dhoni posted on Instagram, "CHAMPIONS 2024. My heart rate was up, well done on being calm, having self-belief and doing what u guys did. From all the Indians back home and everywhere in the world a big thank you… pic.twitter.com/ZuZ4LxPqkB
— ANI (@ANI) June 29, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।