Sourav Ganguly Exclusive: 'কোহলির প্রতিভা রাতারাতি ফুরিয়ে যেতে পারে না,' বিশ্বকাপে ভারতের গেমচেঞ্জার বেছে নিলেন সৌরভ
T20 World Cup: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলে গেমচেঞ্জার কারা হতে পারেন?
সন্দীপ সরকার, কলকাতা: গেমচেঞ্জার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রত্যেক দলেরই সম্পদ মনে করা হয় তাঁদের। কেউ ব্যাট হাতে ২-১ ওভারে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের রং। চার-ছক্কার ফুলঝুরিতে সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারেন। কেউ আবার বল হাতে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে ম্যাচের রাশ ছিনিয়ে নিতে পারেন প্রতিপক্ষের হাত থেকে।
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় দলে গেমচেঞ্জার কারা হতে পারেন? কেউ বলছেন হার্দিক পাণ্ড্যর কথা। যিনি আইপিএল থেকে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে আছেন। কারও মুখে দীনেশ কার্তিকের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, এক-দুজন নয়, ভারতীয় দলে এক জাঁক গেমচেঞ্জার রয়েছেন।
এবিপি লাইভের সঙ্গে ক্রিকেট আড্ডায় সৌরভ বলেছেন, 'এই ভারতীয় দলে অনেক গেমচেঞ্জার। রোহিত শর্মা (Rohit Sharma) যেদিন ভাল খেলবে, কে এল রাহুল (KL Rahul) যেদিন ভাল খেলবে, কোহলি যেদিন ভাল খেলবে, সূর্য, পাণ্ড্য, এই দলে প্রচুর গেমচেঞ্জার আছে। সেটাই বলছি যে, প্রচুর প্রতিভা রয়েছে। ভীষণরকম দক্ষতা রয়েছে। শুধু বড় টুর্নামেন্টে পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।'
View this post on Instagram
দীর্ঘদিন ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে এশিয়া কাপ থেকে ফর্মে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও খেলেছেন একাধিক দারুণ ইনিংস। কোহলি ম্যাচ জেতানো ইনিংস খেলে বেরিয়ে আসছেন আর রোহিত শর্মা ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দেখা গিয়েছিল সেই দৃশ্যও। দুই ক্রিকেটারের সংঘাত নিয়ে নানারকম জল্পনার মাঝেই যা দারুণ এক ছবি হয়ে রয়েছে। সৌরভ বলছেন, 'সত্যিই দারুণ। বহুদিন রান করে এসেছে কোহলি। আবার করবে। প্রতিভা পট করে ফুরিয়ে যায় না। এত ক্রিকেট খেলে বলে অফ ফর্ম, খারাপ ফর্ম থাকতেই পারে। কিন্তু প্রতিভা ফুরিয়ে যেতে পারে না। এই দলের সেটাই বড় ব্যাপার। সকলে দারুণ প্রতিভাবান।'
পুরো সাক্ষাৎকার দেখুন: