এক্সপ্লোর
Advertisement
Malan-Wood Update: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা
T20 World Cup Final: শনিবার দুজনরই ফিটনেস পরীক্ষা ছিল। নেটের বাইরে বল করেন উড। তাঁর সেই বোলিংয়ের একটি ভিডিও আইসিসি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে। আর মাইক হাসির কাছ থেকে বেশ কিছু থ্রো ডাউন নেন মালান।
মেলবোর্ন: একটা সময় ধরে নেওয়া হয়েছিল যে, ফাইনালে পাকিস্তানের (Eng vs Pak) বিরুদ্ধে তাঁরা খেলতে পারবেন না। কিন্তু গত ২৪ ঘণ্টায় তাঁদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। (T20 World Cup) ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মার্ক উড ও ডাভিড মালান মাঠে নেমে পড়লে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।
রবিবার ম্যাচ। তার আগের দিন নেটে দুই তারকাকেই বেশ স্বস্তিতে দেখিয়েছে। শনিবার দুজনরই ফিটনেস পরীক্ষা ছিল। নেটের বাইরে বল করেন উড। তাঁর সেই বোলিংয়ের একটি ভিডিও আইসিসি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে। আর মাইক হাসির কাছ থেকে বেশ কিছু থ্রো ডাউন নেন মালান।
ট্রেনিং শুরুর আগে ইংরেজ অধিনায়ক জস বাটলার বলেন, 'ওরা দুজনই উন্নতি করছে। সেমিফাইনালে ফিট ছিল না আর ফাইনালের আগে হাতে বেশি সময় নেই ঠিক কথা। তবে আমরা ওদের যথাসম্ভব সুযোগ দিতে চাই।'
মালান ও উড ফিরলে ফাইনালে বাদ পড়বেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান। উড টুর্নামেন্টের দ্রুততম বোলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সিডনিতে সুপার টুয়েলভে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালান ও উড, দুজনই চোট পান। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের কোচ ম্যাথু মট বলেছিলেন, 'মালান ও উডের সমস্যা রয়েছে। আমরা লক্ষ্য রাখছি। তবে খুব ঘন ঘন ম্যাচ খেলতে হচ্ছে। মাঝের দিনগুলিতে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছি। ওদের হাতে বেশি সময় নেই।'
View this post on Instagram
ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট উডকে নিয়ে খুব একটা ঝুঁকি নাও নিতে পারে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। কিন্তু উড নিজে মাঠে নামার জন্য ছটফট করছেন। বলেছেন, 'হ্যাঁ, পাকিস্তান সফর গুরুত্বপূর্ণ। তবে আমি এখনই তা নিয়ে ভাবছি না। আমি চেষ্টা করছি ম্যাচ ফিট হতে। কাছাকাছি থাকলেও আগের ম্যাচে খেলতে পারিনি।'
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement