T20 World Cup: ভারতের বিশ্বকাপের দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি, সিরাজ, শার্দুল
Team India: ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।
মুম্বই: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তিন পেসার। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি।
তবে সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার - শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।
ভারতের মূল দল ৬ অক্টোবর বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিল। রোহিত শর্মারা পারথে আছেন। সেখানে এক সপ্তাহ ধরে প্রস্তুতি শিবির চলছে ভারতের। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেই ম্যাচে ১৩ রানে জিতেছিলেন রোহিতরা। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
প্রস্তুতি ম্যাচে জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতিতে ম্যাচে জিতল ভারত। সোমবার প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে ১৩ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের জয়ে ব্যাটে নায়ক সূর্যকুমার যাদব। বল হাতে সেরা অর্শদীপ সিংহ। সঙ্গে সাফল্য পেলেন ভুবনেশ্বর কুমারও।
পারথে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৫৮/৬। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেন ঋষব পন্থ। তবে দুজনের কেউই রান পাননি। তিন নম্বরে নেমে দীপক হুডা ১৪ বলে ২২ রান করেন। তবে দুরন্ত ছন্দ থাকা সূর্যকুমার যাদব শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম হাফসেঞ্চুরি সূর্যকুমারের। বিরাট কোহলি ও কে এল রাহুল ব্যাট করেননি।
রান তাড়া করতে নেমে ১৪৫/৮ স্কোরে আটকে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ। যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের দুটি করে উইকেট।
আরও পড়ুন: বোর্ডে সৌরভের ব্রাত্য হওয়ার মঞ্চেই আইপিএল গভর্নিং কাউন্সিলে ঢোকার পথে অভিষেক